কম্পিউটারের ডাউনলোড এবং আপলোড এর পরিমাণ মাপতে ব্যবহার করুন ছোট্ট একটি ডাউনলোড মিটার

কম্পিউটারের ডাউনলোড এবং আপলোড এর পরিমাণ মাপতে ব্যবহার করুন ছোট্ট একটি ডাউনলোড মিটার


ইন্টারনেট যারা ব্যবহার করি সবাই কম বেশি ডাউনলোড করে থাকি। কিন্তু প্রতি মাসের শেষে জানা হয়ে ওঠে না আমরা মোট কত মেগাবাইট বা কত গিগাবাইট ডাউনলোড এবং আপলোড দিলাম। গুগোলে খুঁজলে এমন গোটা দশেক সফটওয়্যার পাবেন, সবচেয়ে ভাল DU Meter কিন্তু এটা একবার ইন্সটল করা বেশ ঝামেলাদায়ক। আমি বার তিনেক চেষ্টা করার পরে অসফল হয়ে পাড়ি জমালাম একটা ফ্রীওয়্যারের দিকে, সফটওয়্যার খানা ছোট-খাটো। আপনার পিসির টাস্কবারের সাথে সহজেই আটকে রাখতে পারবেন, প্রতিদিন কতটুকু ফাইল ডাউনলোড করলেন এবং প্রতি মাসে কত গিগাবাইট ডাউনলোড এবং আপলোড হয়েছে তা অতি সহজেই জানতে পারবেন।

আমার হিসাব মতে আমি প্রতি মাসের ১ তারিখে সফটওয়্যারের হিসাব নিকাশের পাতা নবায়ন করি। এতে করে পুরাতন ডাউনলোড এর হিসাব মুছে যায় আবার ১ তারিখ হতে নতুন মাসের হিসাব রাখা শুরু হয়। আমার গত ৩ মাসের হিসাব মতে আমি টোটাল ১৬০ দশমিক ৪১ গিগাবাইট ডাউনলোড করেছি এবং ৪ দশমিক ৮৬ গিগাবাইট আপলোড করেছি।

সুতরাং প্রতিদিন আমার গড়ে আপলোড এবং ডাউনলোড করা হয়েছে যথাক্রমে – ৪১ দশমিক ৪৭ মেগাবাইট এবং ১ দশমিক ৩৬ গিগাবাইট। আমি প্রচুর মাত্রায় মুভিখোর, বেশি বেশি মুভি ডাউনলোড করি বলেই এই অবস্থা।

ডাউনলোড করতে হলে ক্লিক করুন নিচের লিঙ্ক –এ

ডাউনলোড লিঙ্ক-http://goo.gl/vTx

বিস্তারিত পড়ুন

স্বামীর উত্তেজনা মূহুর্তে স্ত্রীর কি করণীয়?

স্বামীর উত্তেজনা মূহুর্তে স্ত্রীর কি করণীয়?

ধর্ম | ১৬ পৌষ ১৪২০ | Monday, December 30, 2013
ctg465.jpg






















 রাগ বা ক্রোধ ঈমানের বড় শত্রু। কারো থেকে প্রতিশোধ নেয়ার দৃঢ় প্রত্যয়ের সময় যে তোলপাড় সৃষ্টি হয় তাকে ক্রোধ বলে। ক্রোধ যেমনিভাবে মানুষের ঈমান ও আত্মার শত্রু তেমনিভাবে অনিয়ন্ত্রিত ক্রোধ জীবনেরও বড় শত্রু। ক্রোধের কারণে মানুষের পশুসুলভ আত্মা সক্রিয় হয়। চেহারা বিবর্ণ হয়। শিরা-উপশিরা ফুলে যায়, মানুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার কারণে অনায়াসে মুখে অশ্নীল কথা, অঙ্গে অশ্নীল কাজ প্রকাশ পায়। ক্রোধ একটি জ্বলন্ত অগ্নিশিখা, তাই মানুষ ক্রোধান্বিত হলে সে অগ্নি সহজে নেভে না ।স্বামীর উত্তেজনা/বা রাগের মূহুর্তে স্ত্রীর কি করণীয়——

@ আপনার স্বামী কখনও অসন্তুষ্ট হয়ে মুখ কালো করলে আপনিও তার সাথে মুখ ফুলিয়ে বসে থাকবেন না।
@ বরং তোষামোদ করে,অনুনয়-বিনয় প্রকাশ করে, হাত জোর করে যেভাবে সম্ভব তাকে খুশী করবেন।
@ ত্রুটি যদি আপনার না হয়ে স্বামীর হয়, তাহলেও তার উত্তেজনার জবাবে আপনি ও উত্তেজিত হয়ে যাবেন না।
@ বরং করজোড়ে নতি স্বীকার করে তার কাছে ক্ষমা চাওয়াকে নিজের জন্য গর্ব ও মর্যাদার বিষয় মনে করবেন।
@ আর ক্রটি যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে তো আপনার অসন্তুষ্ট হয়ে মুখ ফুলিয়ে রাখা চরম বোকামী ও নির্বু্দ্ধিতা ছাড়া কিছুই নয়।
@ আর এ জাতীয় আচরণের ফলেই স্বামী-স্ত্রীর মধ্যে মনের দুরত্ব, মন কষাকষি ও বিশৃংখলা সৃষ্টি হয়।
@ আপনার স্বামী কোন কারনে উত্তেজিত হয়ে গেলে তার মুখের উপর এমন কোন কথা বলা উচিত নয়, যার কারনে তার উত্তেজনা আরো বৃদ্ধি পায়।
@ উত্তেজনার বশে তিনি ভাল-মন্দ কিছূ বললে তা সহ্য করে নিবেন, এবং জবান দানে নিজেকে সম্পূর্ন নিবৃত্ত রাখবেন।
@ তিনি উত্তেজিত হয়ে অবিরাম বলতে থাকলেও নিরবে শুনে যাবেন।
@ উত্তেজনা অবদমিত হবার পর দেখবেন তিনি নিজেই আপনার কাছে লজ্জিত হবেন।
@ উপরন্তু আপনার প্রতি তার আকর্ষণ ও ভালবাসা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে কখনও আপনার প্রতি উত্তেজিত হবেন না।
@ আর যদি স্বামীর উত্তেজনার জবাবে আপনিও উত্তেজিত হতে থাকেন, তাহলে পরিস্থিতির ক্রমাবনতি ঘটে এর ফলে শেষ পরিণতি কোথায় গিয়ে দাড়াঁবে তা বলা মুসকিল।
কোরআন ও হাদীসের আলোকে রাগ বা ক্রোধঃ
পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে-রাগ সংবরণকারী এবং মানুষের ত্রুটি মার্জনাকারীদের জন্য আল্লাহ তায়ালার ক্ষমা ও জান্নাত নির্ধারিত। আল্লাহ পাক সৎ কর্মশীলদের ভালবাসেন।
রাসূলে আকরাম (সাঃ) বলেন, “তোমাদের কেউ যখন রাগান্বিত হবে সে যেন ওজু করে। কেননা, রাগ শয়তানের প্ররোচনা, শয়তান আগুনের তৈরী আর আগুন নিভে যায় ঠান্ডা পানিতে (মেশকাত)।
হাদীস শরীফে বর্ণিত আছে, “রাগ ঈমানকে এমনভাবে ধ্বংস করে যেমন পিপুল গাছের তিক্ত রস মধুকে বিনষ্ট করে।”
রাসূল (সাঃ) আরোও বলেছেন, যে ক্রোধকে বাধা দেয় আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তার আজাবকে বাধা দেবেন।
অন্য হাদীসে বর্ণিত আছে, “সে ব্যক্তি এমন শক্তিশালী নয় যে, মানুষকে ধরাশায়ী করে বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে।
জনৈক সাহাবী রাসূল (সাঃ) কে বললেন, আমাকে কিছু নসিহত করুন। তিনি বললেন, তুমি রাগ করোনা।
হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রসূল (সাঃ) কে জিজ্ঞেস করলাম, আমাকে আলস্নাহর রাগ থেকে কিসে রক্ষা করবে? তিনি বললেন, তুমি নিজে রাগান্বিত হয়ো না। রসূল (সাঃ) বললেন, যে আপন ক্রোধ দমন করে আলস্নাহ তায়ালা তার দোষ গোপন করেন। তিনি আরো বলেন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় সে যেন বসে পড়ে, এতেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে যেন সে শুয়ে পড়ে। (মেশকাত)
বিস্তারিত পড়ুন

ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি

ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি

ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট পিসির জন্য সম্প্রতি অবমুক্ত হয়েছে ফ্লেকসি নামের নতুন একটি কিবোর্ড। প্রচলিত 'কোয়ার্ট' ঘরানার এই কিবোর্ড টাইপ করার সময় নির্ভুলভাবে শব্দকে অনুমান করতে পারে বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। এর বানান সংশোধন ফিচারটিও অত্যন্ত শক্তিশালী। প্রচলিত কিবোর্ডের তুলনায় এতে টাইপিংয়ের জায়গা পাওয়া যাবে ১৪% বেশি। অ্যন্ড্রয়েডচালিত যেকোনো টাচ ডিভাইসেই এটি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসের জন্যও এটি রয়েছে। গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোরে পাওয়া যাবে এই কিবোর্ড।
বিস্তারিত পড়ুন

মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার

মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার

মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার

অ-অ+
স্মার্টফোন ও সাধারণ ফিচার ফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ সুবিধা দিতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান 'ইউ২পিয়া মোবাইল'-এর সঙ্গে চুক্তি করেছে টুইটার। চুক্তিমতে, বিশেষ প্রযুক্তি 'ফোনএটউইশ'-এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়া বিশ্বের ৩০ দেশে সাত ভাষায় টুইটার ব্যবহারের সুযোগ করে দেবে 'ইউ২পিয়া'।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুমেশ মেনন জানিয়েছেন, আগামী বছরের প্রথম প্রান্তিকেই এ সুবিধা পাওয়া যাবে। এ জন্য ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট কোড নম্বরে ডায়াল করতে হবে।
জানা গেছে, ফোনএটউইশ সেবার মাধ্যমে বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ ব্যক্তি ইন্টারনেট ছাড়াই ফেইসবুক এবং গুগল টক ব্যবহার করছেন।
বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩ কোটি।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : রয়টার্স
বিস্তারিত পড়ুন

এতোদিনে হামিদ কারজাই সোজা পথে ॥ যুক্তরাষ্ট্রের আহ্‌বান প্রত্যাখ্যান করল আফগানিস্তান! বিস্তারিত পড়ুন:

এতোদিনে হামিদ কারজাই সোজা পথে ॥ যুক্তরাষ্ট্রের আহ্‌বান প্রত্যাখ্যান করল আফগানিস্তান!  বিস্তারিত পড়ুন:

 অবশেষে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্বিত ফিরে পেয়েছেন। তিনি এখন মার্কিন নীতিতে কঠোর মনোভাব দেখাচ্ছেন। এমনই এক পরিস্থিতির উদ্ভব ঘটেছে। স্বয়ং ওয়াশিংটনের আহ্‌বান প্রত্যাখ্যান করেছেন তিনি।

Hamid Karzai
সংবাদ মাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের অপেক্ষা না করে চলতি বছরের মধ্যেই নিরাপত্তা চুক্তি সই করতে যুক্তরাষ্ট্র আহ্‌বান জানিয়েছিল আফগানিস্তানকে। এ প্রস্তাবনা প্রত্যাখানের কারণে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সেনাদের ভবিষ্যৎ ভূমিকা কি হবে তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা একই পর্যায়ে রয়ে গেছে। এমন খবর দিয়েছে আলজাজিরা। শুক্রবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র ওয়াশিংটনের আহ্‌বান প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে সংবাদ মাধ্যম। ‘যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া কোনো সময়সীমাকে আমরা মেনে নিচ্ছি না। এর আগেও তারা বিভিন্ন সময়সীমা বেঁধে দিয়েছিল, তাই এটি আমাদের জন্য নতুন কিছু নয়’-এমন কথা বলেছেন কারজাইয়ের অন্যতম মুখপাত্র আইমাল ফাইজি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আফগান পার্লামেন্টের (লয়া জিরগা) এক অধিবেশনের শুরুতে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পর চুক্তিটি সই করা উচিত বলে তিনি মন্তব্য করেন। দুই মেয়াদ প্রেসিডেন্ট পদে থাকার পর ৩য় মেয়াদের জন্যও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন হামিদ কারজাই।
সংবাদ মাধ্যম বলেছে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই চান আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর ‘সন্তোষজনক পরিবেশে মনোযোগের সঙ্গে’ যুক্তরাষ্ট্র-আফগানিস্তান দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি (বিএসএ) সই করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার জানিয়েছে, চুক্তিটি সই করার জন্য তারা ২০১৪ সালের এপ্রিলের পর আর অপেক্ষা করবে না।
উল্লেখ্য, চুক্তি সই না হলে ২০১৪ সালের শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তার প্রায় সব সেনা প্রত্যাহার করে নিতে পারবে। দুই বছর আগে ইরাকের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করতে ব্যর্থ হওয়ার পর সব সেনা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
বিস্তারিত পড়ুন

চীনে যৌন শক্তি বাড়াতে খাওয়া হচ্ছে মানব ভ্রূণ ও মৃত বাচ্চা দিয়ে তৈরি স্যুপ!

চীনে যৌন শক্তি বাড়াতে খাওয়া হচ্ছে মানব ভ্রূণ ও মৃত বাচ্চা দিয়ে তৈরি স্যুপ!

চীনে যৌন শক্তি বাড়াতে খাওয়া হচ্ছে মানব ভ্রূণ ও মৃত বাচ্চা দিয়ে তৈরি স্যুপ!

বিস্তারিত পড়ুন

রাজধানীতে কয়েল কারখানায় আগুন

রাজধানীতে কয়েল কারখানায় আগুন


http://bdlive24.com/uploads/news/full_991221601_1385360810.gif
বিডিলাইভ রিপোর্ট : রাজধানীতে মশার কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পুরান ঢাকার পোস্তগোলায় সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, 'শিউলী কেমিকেল' নামের ওই কারখানায় আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, কারখানার যন্ত্রপাতি 'অতিরিক্ত গরম হয়ে' আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় কেউ আহত হননি। তবে আগুনে কারাখানার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
বিস্তারিত পড়ুন

শ্বশুর বাড়ি ছাড়তে চাইছেন ঐশ্বরিয়া

শ্বশুর বাড়ি ছাড়তে চাইছেন ঐশ্বরিয়া

বচ্চন পরিবারের আদরের বউ ঐশ্বরিয়া এবার শ্বশুর বাড়ি ছেড়ে আলাদা হতে চাইছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র মতে, শ্বাশুড়ি জয়া বচ্চনের সাথে বনিবনা না হওয়ায় স্বামী-সন্তান নিয়ে আলাদা হয়ে যেতে চাইছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়িসহ একসঙ্গেই বাস করছিলেন ঐশ্বরিয়া। কিন্তু এখন চাইছেন স্বামী আর মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা সংসার।aisoriya 5
জানা যায়, ঐশ্বরিয়ার এমন মনোভাবের পেছনে আছে তার শাশুড়ি জয়া বচ্চন। শাশুড়ি তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন বলে মনে করছেন পুত্রবধূ। ঐশ্বরিয়া সম্পর্কিত সব বিষয়েই শাশুড়ি আগ্রহ দেখাচ্ছেন যার কারণে নিজের কাজে মনোযোগ দিতে পারছেন না তিনি।
খবরে আরো বলা হয়, শ্বশুর অমিতাভ বচ্চন বা স্বামী অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বোঝাপড়া ভালো। শাশুড়ির সঙ্গেই শুধু বনিবনা ঠিকমতো হচ্ছে না। এদিকে মেয়ে আরাধ্যর জন্মের পর ঐশ্বরিয়া রাই আবারো বলিউডে নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছেন।
কারো কারো ধারণা আলাদা এক জায়গায় নিজের মতো করে থেকেই সিনেমায় কাজ করতে চান ঐশ্বরিয়া। তাই বচ্চন বাড়ি ছাড়ার চিন্তা তার। তবে শেষ পর্যন্ত ঐশ্বরিয়ার চাওয়া পূরণ হয় কি না সেটাই এখন দেখার বিষয়।
বিস্তারিত পড়ুন

আসছে আরো ১৩ নতুন টিভি চ্যানেল

আসছে আরো ১৩ নতুন টিভি চ্যানেল

আসছে আরো ১৩ নতুন টিভি চ্যানেল

বিস্তারিত পড়ুন

রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল

রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল

রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল



জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে আটকের প্রতিবাদে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আজ বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপি এ কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, বুধবার সকাল ৯টার দিকে নগরীর এনায়েত বাজার মোড় মিছিল করার সময় র‌্যাব-৭ এর একটি দল আবুল হাশেম বক্করকে আটক করে। পরে তাকে কোতোয়ালী থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। - See more at: http://www.kalerkantho.com/online/national/2013/11/13/21048#sthash.buY0M9QS.dpuf
বিস্তারিত পড়ুন

আবার দাপটে সিরিজ জয়

আবার দাপটে সিরিজ জয়




অতিথিদের সামনে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। তবে মোটামুটি এই সংগ্রহ তাড়া করতে গিয়ে ৪৬ ওভার ৪ বলে ২০৭ রানে অলআউট নিউ জিল্যান্ড। ২০১০ সালের পর আবার অতিথিদের সামনে তাই সব ম্যাচে পরাজয়ের শঙ্কা।
RELATED STORIES
বিস্তারিত পড়ুন

ফের তিন দিনের হরতাল!

ফের তিন দিনের হরতাল!


আবারও টানা তিন দিনের হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোট। সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ হরতাল দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক এবং বুধবার ১৮ দলীয় জোটের বৈঠকে এ হরতাল দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বৈঠক সূত্র। খবর বাংলানিউজের। শুক্রবার দেশব্যাপী গায়েবানা জানাজা কর্মসূচির সময় এই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানায় পার্টিসূত্র। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বৈঠক শেষে বিএনপি’র বেশ কয়েকজন সিনিয়র নেতার বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করে ৪-৬ নভেম্বর দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
বিস্তারিত পড়ুন

নিহতদের পরিবারে কান্না কুতুবদিয়া থমথমে

 নিহতদের পরিবারে কান্না কুতুবদিয়া থমথমে

বিজিবি মোতায়েন, দুটি মামলায় আসামি ১ হাজার ।। নিহতদের পরিবারে কান্না কুতুবদিয়া থমথমে
মো. ছফওয়ানুল করিম ও ছোটন কান্তি নাথ ॥
পুলিশের সাথে জামায়াত-শিবিরের গোলাগুলিতে চারজন নিহত হওয়ার পর কুতুবদিয়ায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকেই গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ও নাম নিয়ে বিভিন্ন বিভ্রান্তি দেখা গেলেও সরেজমিন পরিদর্শন শেষে ৩ ব্যক্তি নিহত হবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিহতরা হলো, দক্ষিণ ধুরুং মূসা সিকদার পাড়ার আবু বকরের পুত্র ইসমাঈল (১৬), লেমশিখালী কাজীর পাড়ার মোহাম্মদ আলমের ছেলে, লবণশ্রমিক আজিজুল হক প্রকাশ আয়েছ (১৪), উত্তর ধুরুং ফয়জানী পাড়ার মৃত ইসমাইল হোছাইনের ছেলে আব বকর প্রকাশ আবু (৫৫)। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। এদিকে জামায়াত নিহত ৩ ব্যক্তি তাদের কর্মী বলে দাবি করলেও নিহতের স্বজনদের দাবি তারা কোন রাজনৈতিক কর্মী নয়। নিহতদের নিজেদের কর্মী এবং হত্যার বিচার দাবিতে জামায়াত ইসলামী আজ কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। স্থানীয়রা জানান, নিহতদের সবাই দরিদ্র শ্রমিক শ্রেণীর লোক। বাজারে সওদা করতে এসে জামায়াতের মিছিলের মাঝখানে পড়ে তারা পুলিশের গুলির মুখে পড়ে নিহত হয়। এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনায় দায়ের করা দুটি মামলায় অন্তত ১ হাজার জনকে আসামি করা হয়েছে। তন্মধ্যে ৯শ’ জনই অজ্ঞাত হওয়ায় কুতুবদিয়ায়বাসীর মাঝে এখন গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, তিনটি লাশের ময়নাতদন্ত শেষে বুধবার তাদের আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, রাতেই জানাজা শেষে তিনজনের লাশ দাফনের প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার বিস্তারিত জানতে কুতুবদিয়া পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমদ (অতিরিক্ত পুলিশ সুপার)। বিকেলে জেলা প্রশাসক কুতুবদিয়া ত্যাগ করলেও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম গতরাত পৌনে আটটার দিকে দৈনিক আজাদীকে বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানমালের নিরাপত্তায় পুরো উপজেলায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। তবে গতকাল বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ ঘটনার বিষয়ে ওসি বলেন, জামায়াত-শিবিরকে সমাবেশ করতে বাধা দেয়ায় তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ নিজের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়।’ ওসি আরো বলেন, সংঘর্ষ ও গোলাগুলিতে ৪জন নিহত হওয়ার কথা প্রচার করা হলেও পুলিশ তিনটি লাশ উদ্ধার করতে পেরেছে। অপর একজনের লাশ কেন পাওয়া যাচ্ছে না বা কোথায় রয়েছে তার বিস্তারিত কিছুই বলতে পারেননি তিনি। কুতুবদিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম জানান, মঙ্গলবার হরতাল শেষে সন্ধ্যার দিকে উত্তর ধুরুং বাজারে পূর্ব ঘোষণা ছাড়াই সমাবেশের ডাক দেয় জামায়াত-শিবির। অতীতের মতো নাশকতা সৃষ্টির বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ সমাবেশ থেকে বিরত থাকতে বলে কয়েকটি মাইক জব্দ করে। এরপর কোন ধরণের উষ্কানি ছাড়াই পুলিশের উপর হামলে পড়ে সশস্ত্র জামায়াত-শিবির কর্মীরা। এ সময় মসজিদের মাইক থেকে পুলিশের বিরুদ্ধে উষ্কানি ছড়িয়ে জামায়াত-শিবির কর্মীদের সাথে সাধারণ মানুষ জড়ো করে পুলিশবাহী জিপটি ঘেরাও করে পুলিশ ও আনসারদের ব্যাপক মারধর করে জামায়াত-শিবির নেতাকর্মীরা । এ সময় থানা থেকে অতিরিক্ত পুলিশ তাদের উদ্ধার করতে গেলেও হামলার শিকার হয়। এরপর থেকে পুলিশ এ্যাকশনে যায় এবং জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীদের সাথে সংঘর্ষ, গোলাগুলি, পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ কর্মকর্তা আবুল কালাম আরো বলেন, হামলা ও সংঘর্ষের সময় পুলিশের দুটিসহ ৫টি যানবাহন ও অন্তত ২০টি দোকানে আগুন দিয়ে লুটপাট চালায় সশস্ত্র জামায়াত-শিবির কর্মীরা । ঘটনার বিবরণে স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দিন আল-আজাদ বলেন, ‘গতানুগতিকভাবেই পুলিশ জামায়াত শিবিরের মিছিলে হামলা করে গুলি চালালে নিরীহ লোকজন নিহত হয়।’ জামায়াতের উত্তর ধুরুং শাখার আমির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী ও দক্ষিণ ধুরুং শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ বলেন, ‘পুলিশ বিনা কারণে জামায়াত কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো ৩ কর্মীকে হত্যা করে।’ ঘটনার বিবরণে ধুরুং বাজার ব্যবসায়ীদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘জামায়াত-শিবির মিছিল শেষে সমাবেশ করার জন্য চৌমুহনীতে মাইক লাগাতে গেলে পুলিশ মাইক জব্দ করে নেয়। এসময় পুলিশের সাথে জামায়াত কর্মীদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে পুলিশ স্থানীয় সজল নাথের দোকান ও শাহাব মিয়ার ভাতের হোটেলে আশ্রয় নেয়। জামায়াত কর্মীরা সেখানে গিয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গুলি চালায়। এতে ৩ ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারায়।’ ঘটনাস্থলে থাকা কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, হতাহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কুতুবদিয়া থানায় ৫০ জনের নাম উল্লেখ ছাড়াও ৪৫০ জনকে অজ্ঞাত হিসেবে মোট ১ হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তন্মধ্যে একটি মামলা হয়েছে সন্ত্রাস দমন আইনে। জামায়াত ইসলামী চকরিয়া উপজেলার (দক্ষিণ) সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কুতুবদিয়ায় নির্বিচারে গুলি চালিয়ে দলের ৪জন নেতাকর্মীকে হত্যা করেছে পুলিশ। উপর্যপুরি গুলিতে এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরো অন্তত ১০জন। এদের মধ্যে মৌলভী মোহাম্মদ নোমান (৩৫), তাজুল ইসলাম (২৭) ও ফরহাদ (২২) এর অবস্থা আশঙ্কাজনক।’ এদিকে নিহত ইসমাইলের মা নুরুন্নাহার বেগম সাংবাদিকদের বলেন, ‘শহর থেকে বেড়াতে আসা তার অসুস্থ ছেলে সেদিন ওষুধ কিনতে বাজারে গিয়েছিল।’ সে চট্টগ্রামের একটি শিপ ইয়ার্ডে চাকরি করে বলে জানান তার মা। নিহত আজিজুল হক আয়েছের বাড়িতে গিয়ে দেখা যায়, পুত্রকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে আছেন। মাঝে মাঝে কেঁদে উঠেন, তারা কোন কথা বলতে পারছেন না। এলাকার লোকজন জানান, আয়েছ একজন লবণ শ্রমিক। সে মজুরির টাকা নিতে সেদিন বাজারে গিয়েছিলেন। আর ফিরলেন লাশ হয়ে। নিহত আবু আহম্মেদ প্রকাশ আবু পেশায় দিনমজুর। আবুর স্ত্রীর দাবি তার স্বামী রাজনীতি কি জিনিস তা-ই জানতেন না। তিনি বলেন, ‘তাকে নিয়ে কেউ টানাহেঁচড়া করুক তা আমি চাই না।’ বিচার বিভাগীয় তদন্ত দাবি জামায়াতের : মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে কুতুবদিয়ায় হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একইভাবে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জোনাল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি প্রদান করেন। বিবৃতিদাতা জোনাল জামায়াত নেতৃবৃন্দ হলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এমপি ও মাওলানা মুমিনুল হক চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি জি.এম রহিম উল্লাহ প্রমুখ। চকরিয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিকও পৃথক বিবৃতিতে একই দাবি জানান।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় সংঘর্ষ তাণ্ডব পুলিশের গুলিতে নিহত ৪

কুতুবদিয়ায় সংঘর্ষ তাণ্ডব পুলিশের গুলিতে নিহত ৪

কুতুবদিয়ায় সংঘর্ষ তাণ্ডব পুলিশের গুলিতে নিহত ৪ ।। গাড়ি ও দোকানে আগুন ভাঙচুরআহত অর্ধশতাধিককাল বৃহত্তর চট্টগ্রামে হরতাল
চকরিয়া প্রতিনিধি ॥
 কক্সবাজারের কুতুবদিয়ায় গতকাল মঙ্গলবার পুলিশের সাথে বিএনপি-জামায়াতের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে ৪ জন। আহত হয়েছে ৯ পুলিশ ও সংবাদকর্মীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। ১৮ দলের নেতাকর্মীরা পুলিশের জিপসহ পাঁচটি যানবাহন ও দুটি দোকান জ্বালিয়ে দিয়েছে। আরো ২০টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। নিহতরা হলেন উপজেলার লেমশীখালীর আজিজুর রহমান (২০), উত্তর ধুরুংয়ের আবু আহমেদ (৫৫), দক্ষিণ ধুরুংয়ের মোহাম্মদ পারভেজ (২৪এবং দক্ষিণ ধুরুংয়ের মুছাপাড়ার আবু বকরের ছেলে মো.ইসমাইল (২২)। কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দিদারুল ইসলামকুতুবদিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আ স ম শাহরিয়ার চৌধুরী ও আহত পুলিশের উপ-পরিদর্শক মো.আবুল কালাম সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। আরেকটি সূত্রে জানা গেছেজামায়াত তাদের পাঁচজন কর্মী নিহত হয়েছে বলে দাবি করে। তবে এদের একজন মোনোমান চকরিয়ার জমজম হাসপাতালে চিকিৎসাধীন।
বিভিন্ন সূত্র জানায়গতকাল মাগরিবের নামাজের পর উপজেলার উত্তর ধুরুং বাজারে সমাবেশ আহ্বান করে জামায়াত। এতে নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় কুতুবদিয়া থানা পুলিশ সমাবেশস্থল থেকে কয়েকটি মাইক নিয়ে যাওয়ার চেষ্টা করলে জামায়াত-শিবির ও বিএনপির সশস্ত্র নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ৪ জন নিহত হয়। এ সময় থানার উপ-পুলিশ পরিদর্শক মোআবুল কালাম ও শরিফুল ইসলামসহ ৯জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়। এছাড়া স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ রাসেলসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী পুলিশকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
পুলিশ জানায়হামলাকারীরা পুলিশের জিপটিতে আগুন ধরিয়ে দেয়। অপপ্রচার চালিয়ে তারা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তাণ্ডব চালায়। তারা তিনটি মোটর সাইকেল ও আরো একটি জিপসহ দুটি দোকানে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর ও লুটপাট চালায় ২০টি বেশি দোকানে।
পুলিশ সূত্রে জানা যায়থানা ও উপজেলা প্রশাসনিক ভবনে নাশকতা চালানোর জন্য সন্ধ্যার দিকে জামায়াত-শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা উপজেলার ৬ ইউনিয়নের নারী-পুরুষদের জড়ো করছিল। এ সময় অবরুদ্ধ ছিল কুতুবদিয়া থানার পুলিশ। খবর পেয়ে কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। বিডিনিউজ জানায়মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামী ও বিএনপিকর্মীরা ধুরুং বাজার মসজিদ থেকে মিছিল করতে জড়ো হলে মোটর সাইকেল ও জিপে করে সেখানে পুলিশ যায়। এ সময় জামায়াতকর্মীরা পুলিশের মোটর সাইকেল ও জিপে অগ্নিসংযোগ এবং গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমদকুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলামসহ অতিরিক্ত পুলিশ। ওই সময় তাদেরও অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা। সন্ধ্যা সাড়ে ৭টায় অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপিমুহাম্মদ খালেদ-উজ-জামান গত রাত ৯টায় আজাদীকে জানাননানা অপপ্রচার চালিয়ে নারী-পুরুষদের জড়ো করে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীরা নাশকতা শুরু করে। তারা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। চকরিয়া ও পেকুয়া থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের উদ্ধার করা হয়।
কাল হরতাল কুতুবদিয়ায় জামায়াতের ৪ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। ঘটনার প্রতিবাদে গতকাল রাত ৯টায় কক্সবাজার সদরচকরিয়ামহেশখালী ও উখিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সভাপতি দিদারুল ইসলাম সাংবাদিকদের জানানআজ বুধবার বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা সদর ও উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল হবে। বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে পূর্ণদিবস হরতাল পালন করা হবে।
বিস্তারিত পড়ুন

রুবেলের হ্যাটট্রিকে এগিয়ে গেল বাংলাদেশ

রুবেলের হ্যাটট্রিকে এগিয়ে গেল বাংলাদেশ


মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৬৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।RELATED STORIES
বিস্তারিত পড়ুন