মুস্তাফিজের জন্যই আমি দলে সুযোগ পাচ্ছি না : ট্রেন্ট বোল্ট

মুস্তাফিজের জন্যই আমি দলে সুযোগ পাচ্ছি না : ট্রেন্ট বোল্ট


মুস্তাফিজের জন্যই আমি দলে সুযোগ পাচ্ছি না : ট্রেন্ট বোল্ট
 : নিউজিল্যান্ডের সেরা পেসার ট্রেন্ট বোল্ট। খেলতে এসেছেন আইপিএল। মুস্তাফিজের দল হায়দারাবাদের খেলোয়াড় তিনি।
মুস্তাফিজের সাথে এর আগে বারবার খবরের শিরোনাম হয়েছেন নিউজিল্যান্ডের এ পেসার। হায়দারাবাদের এই তারকাকে বারবারই সাইড বেঞ্চে থাকতে হচ্ছে।
একাদশে সুযোগ 
মিলছে না তার। ট্রেন্ট বোল্ট এ বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান আমাদের দলের অসাধারণ এক বোলার।
মুস্তাফিজুর রহমানের কারণেই দলে সুযোগ পাচ্ছি না আমি। নিজেকে মুস্তাফিজের বিকল্প বোলার হিসেবে ভাবতে শুরু করেছেন বোল্ট।
গত জানুয়ারির পর থেকে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি তার। দলের ভুবেনেশ্বর কুমার মুস্তাফিজের কারণে ভালো খেলছেন বলে উল্লেখ করেন বোল্ট।
একাদশে সুযোগ না পাওয়া বোল্ট বলেন, আমার পেস আক্রমণ মুস্তাফিজের চেয়েও ভয়ংঙ্কর। দলে সুযোগ পেলে মাঠেই দেখাতে চেষ্টা করব।

বিস্তারিত পড়ুন

ধোনিকে দুঃখিত বলতে চান মুস্তাফিজ

ধোনিকে দুঃখিত বলতে চান মুস্তাফিজ


ধোনিকে দুঃখিত বলতে চান মুস্তাফিজ
অভিষেকের পর থেকে কেবল বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে মুগ্ধ এখন পুরো ক্রিকেট বিশ্ব। সবাই শুধু যেন তার বোলিং দেখতেই মাঠে উপস্থিত হয়। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্ম দেয় মুস্তাফিজ ও ধোনি। এবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ধোনিকে দুঃখিত বলতে চান  টাইগার এই বোলার।   

দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকে নিজের এমন ইচ্ছার কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, দেখুন, আমি এখনও বিশ্বাস করি, আমি সেদিন ইচ্ছা করে ওটা করিনি। কিন্তু আমি হঠাৎ করেই তার সামনে চলে আসি। এখনও সেদিনের জন্য আমি ধোনিকে দুঃখিত বলতে চাই। যখনই দেখা হবে আমি তাকে দুঃখিত বলবো। 

mustafiz

গত বছর ১৮ জুন প্রথম ওয়ানডের ২৫তম ওভারে ধোনি ছুটছিলেন রান নেওয়ার জন্য; উইকেটে ধোনির পথে দাঁড়িয়ে ছিলেন বোলার মুস্তাফিজুর রহমান। হুট করেই গতিপথ একটু বদলে মুস্তাফিজকে ধাক্কা মারেন ধোনি।ব্যাথা পেয়ে ওভার শেষ না করে মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে কিছু সময়ের জন্য। ওই ঘটনার পরে, বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে দুই আসরে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজ ও ধোনি সামনা-সামনি আসলেও দুঃখিত বলার সুযোগ হয়নি এখনও।

তবে, দুঃখিত বলার সুযোগটা হয়তো মুস্তাফিজ আজই পেয়ে যেতে পারেন। কেননা, হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। 
বিস্তারিত পড়ুন

'আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না'- মুস্তাফিজ

'আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না'- মুস্তাফিজ
ক্রিকেট বোলিং জগতে মুস্তাফিজ এক বিস্ময়ের নাম। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে যখন প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা ধরাশায়ী হয় তখন যেকোনো বোলারের মনে সাধ জেগে ওঠে, "আহা যদি মুস্তাফিজের মত বল করতে পারতাম!" ক্রিকেট বিশ্বের সবারই একটাই কৌতূহল, "কিভাবে এতো দারুন নিখুঁত বল করে মুস্তাফিজ?" মুস্তাফিজের রহস্য উন্মোচনে অনেক চেষ্টা চরিত্র করেছেন অনেকেই। সম্প্রতি ভারতের বোলার জাস্প্রিত বুমরাহ তো নিজের অস্ত্র ইয়র্কার ছেড়ে এখন মুস্তাফিজের মত কাটার দেওয়ার চেষ্টায় আছে, যদিও মুস্তাফিজের মত সফল হবার ধারে কাছেও নেই তিনি!
তবে আইপিএলে মুস্তাফিজ বিস্ময়কে যারা একেবারেই কাছ থেকে দেখছেন তারা নিশ্চই মুস্তাফিজের কাছ থেকে তার অস্ত্র গুল শিখে নিতে চাইবেন, এমনটাই স্বাভাবিক। চলতি আইপিএলে মুস্তাফিজ খেলছেন 'বোলিং স্পেশাল টিম' খ্যাত সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। দলে মুস্তাফিজের সতীর্থ সেরা বোলাররাই। আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্টের মত বোলার আর টম মুডির মত কোচের দলে খেলছেন মুস্তাফিজ।
আইপিএলের সতীর্থরা মুস্তাফিজের রহস্য জানতে চাইলে মুস্তাফিজও কাউকে নিরাশ করেন না। নিজের মত বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে দেন। সম্প্রতি দেশসেরা এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে মুস্তাফিজের রহস্য সম্পর্কে সতীর্থদের এমন আগ্রহ আর মুস্তাফিজের জবাবের কথা। "সতীর্থ কিংবা দলের অন্য কেউ কি আপনার রহস্য সম্পর্কে জানতে চায়"- এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, 'টিপস তো সবাই চায়। যে জানতে চায় তাকে বলি, তোমার যেটা আছে, সেটাই তোমার জন্য সেরা। আমার যেটা আছে, সেটা আমার কাছে সেরা। কীভাবে বোলিং করি, সেটা তাদের বলি। তবে আমি হয়তো যেটা পারি, সেটা আরেকজন না-ও পারে। ওপরওয়ালা সবাইকে সবকিছু দেন না। বলি, আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না।'
এদিকে সেরা সেরা কোচের দলে খেলছেন মুস্তাফিজ, তার দলে রয়েছে বিশ্বসেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার থেকে কিংবা বাকি কোচদের সাথে নিজের বোলিং নিয়ে কাজ করার প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, 'এখানে আসলে কাজ করার মতো তেমন কিছু নেই। টেকনিক্যাল বিষয়ে শেখারও তেমন কিছু নেই। তবে কেউ যদি পরামর্শ দেয়, সেটা শিখে রাখব। পরে সময় বুঝে সেটা নিয়ে কাজ করব।'
মাঠের খেলায় যেমন দক্ষ মুস্তাফিজ তেমনি মাঠের বাইরের খেলায়ও দিনে দিনে পারদর্শী হয়ে উঠছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের সময়ে যে মুস্তাফিজ সবার সামনে কথা বলতে গেলে থতমত খেয়ে যেতেন, ঠিক মত কথাই বলতে পারতেন না সেই মুস্তাফিজ এখন মুখের কথাতেও কৌশল অবলম্বন করার প্রক্রিয়া রপ্ত করে ফেলেছেন। দারুন বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়ে বেশ ভালই পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। একেই তো বলে "একের ভিতর সব!"
বিস্তারিত পড়ুন

আমাদের মুস্তাফিজের নাম ছোট করে, একি নামে ডাকেন ওয়ার্নার?

আমাদের মুস্তাফিজের নাম ছোট করে, একি নামে ডাকেন ওয়ার্নার?

Dhaka premier legue

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএলে) প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদে গিয়ে তাবে সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো ভাষাগত সমস্যা। বাংলা ভাষা ছাড় আর কোনো ভাষাই জানেন না মুস্তাফিজ। তার সঙ্গে যোগাযোগের জন্য সার্বক্ষনিক একজন দোভাষী নিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সবসময় কী আর দোভাষীকে দিয়ে কাজ চালানো যায়। তাইতো দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, মুস্তাফিজের জন্য বাংলাটাই শিখতে হবে!

বৃহস্পতিবার ওই ছবি নিয়েই টুইটারে একজনের মন্তব্যের জবাবে ওয়ার্নার বলেন, আমি ফিজের(মুস্তাফিজ) জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম। চেষ্টা করছি কিভাবে বাংলা শিখতে হয়।বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, টেবিলের দু পাশে বসে মোবাইলে ব্যস্ত মুস্তাফিজ ও ওয়ার্নার। টেবিলে একটি কাগজের হোডিংয়ে লেখা, ‘নো ফটোস’। ছবি তবু ঠিকই তোলা হয়েছে আর এই ছবিটিই ভাইরান হয়ে গেছে ক্রিকেট বিশ্বে।
এবারের বিপিএলে সানরাইজার্সের অন্যতম সেরা পারফরমার মুস্তাফিজ। বৃহস্পতিবারের আগে ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট; দারুণ বোলিংয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছেন নিয়মিত।
বিস্তারিত পড়ুন

এবার মুস্তাফিজের জন্য ‘স্পেশাল ব্যবস্থা’ নিলো হায়দরাবাদ

এবার মুস্তাফিজের জন্য ‘স্পেশাল ব্যবস্থা’ নিলো হায়দরাবাদ


এবার মুস্তাফিজের জন্য ‘স্পেশাল ব্যবস্থা’ নিলো হায়দরাবাদ
মুস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদ যে কতটা গুরুত্ব দিচ্ছে তা আরও একবার বুঝা গেলো। তার জন্য ‘দোভাষী’ নিয়োগ দিলো ক্লাবটি। বাংলাদেশের উদীয়মান এ পেসার প্রথমবারের মতো ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে গেছেন। কিন্তু ভাষাগত কারণে শুরু থেকেই কিছুটা বিপদে। ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন না। এমন কি ভাল বুঝতেও পারেন না। তবে বোলিংয়ের ভাষায় নিয়মিত কথা বলে যাচ্ছেন তিনি। ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু ভাষাগত সমস্যা কাটিয়ে ওঠার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।
তার জন্য একজন বাংলাভাষী মুসলিম তরুণকে নিয়োগ দিয়েছে তারা। এতে ক্লাব কর্তৃপক্ষ ওই ‘দোভাষী’র মাধ্যমে মুস্তাফিজের সঙ্গে কথা বলছেন। দলের খেলোয়াড় ও কোচরাও এই পন্থা অবলম্বন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি স্থানীয় একটি পত্রিকাকে বলেন, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয় সেজন্য একজন বাঙালী মুসলিম ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ’।
এর আগে ক্রিকেট ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য আলাদা করে ‘দোভাষী’ নিয়োগ দেয়ার ঘটনা সম্ভবত প্রথম। মুস্তাফিজের অবস্থা জানাতে খালেদ মাহমুদ আরও বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে মুস্তাফিজ খুব দ্রুতই মানিয়ে নিতে পারে। ওর সঙ্গে দুইবার কথা হয়েছে। খেলা কিংবা অনুশীলন না থাকলে নিজের রুমে ভাইবার, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে। ক্রিকেট আর নিজের প্রস্তুতি ছাড়া বাইরের কোনো বিষয়ে ওর আগ্রহ নেই’।

বিস্তারিত পড়ুন

আজ আবার মুস্তাফিজ-রায়না লড়াই!

আজ আবার মুস্তাফিজ-রায়না লড়াই!


আইপিএলের ১৫ তম এবং নিজেদের চতুর্থ ম্যাচে আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রাবাদ এবং সুরেশ রায়নার গুজরাট। শুরু থেকে টানা তিন ম্যাচে জিতে আসা অপ্রতিরোধ্য গুজরাটের সামনে গত ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দারুন জয়ে আত্মবিশ্বাস ফরে পাওয়া হায়দ্রাবাদ আজ মাঠে নামবে জয়ের উদ্দেশ্যে। কিন্তু রায়না-জাদেজা-ফিঞ্চদের নিয়ে গড়া শক্তিশালী গুজরাটের বিপক্ষে জয় তুলে নেওয়া সহজ হবে না মুস্তাফিজেদের জন্যে। আজ হায়দ্রাবাদের ভক্ত-সমর্থক সবাই তাকিয়ে থাকবে টাইগার মুস্তাফিজের দিকে। কেনোনা তিনি আজ সঠিক সময়ে ঠিকভাবে জ্বলে উঠলেই দলের জয়ে ভুমিকা পালন করতে পারবে। মুস্তাফিজের সাফল্যের দিকেই তাই আজ তাকিয়ে থাকবে প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া হায়দ্রাবাদ দল।


আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাটের আতিথেয়তা পাবে মুস্তাফিজরা। প্রথম তিন ম্যাচে দারুন বোলিং করা মুস্তাফিজের সেরা বোলিং এর আশায় আজ মাঠে নামবে হায়দ্রাবাদ। আজ অপ্রতিরোধ্য আইপিএলের নবাগত দল গুজরাটের অধিনায়ক সুরেশ রায়নার সাথে এর আগেও বেশ কয়েকবার দেখা হয়েছিলো মুস্তাফিজের। প্রতিবারের দেখাতেই 'ফিজ কাটারে' বিদ্ধ হয়েছে রায়না। ফলে আজও সবাই তাকিয়ে থাকবে এই দুজনের লড়াইয়ের দিকে।
রায়না-মুস্তাফিজের লড়াইয়ে যদি আজ মুস্তাফিজের কাটারের জয় হয় তবে তা নিঃসন্দেহে দলের জয়ের চাবিকাঠি হিসেবে কাজ করবে। সেই সাথে দলের শেষ ম্যাচে অন্যদুই পেসার ভুবেনশ্বর কুমার ও বারিন্দার স্রান জ্বলে ওঠায় মুস্তাফিজের সঙ্গে আজকের ম্যাচে ভালো কিছু করার প্রত্যয়ের জানান দিচ্ছে হায়দ্রাবাদ। যদি আজ বল হাতে মুস্তাফিজরা জ্বলে উঠতে পারে তবে ব্যাট হাতে বাকি কাজটা সফলভাবে করতে অসুবিধা হবার কথা নয় ধারাবাহিকভাবে অসাধারণ ব্যাটিং করে যাওয়া হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। এখন দেখা যাক মাঠের লড়াইয়ে আজ কার জয় হয়।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মোইসেস হেনরিকেস, ইয়ন মরগান, দিপাক হুদা, নোমান ওঝা, বিপুল শর্মা, আশিস রেড্ডি, ভুবেনশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান এবং বারিন্দার স্রান।
গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, ব্র্যান্ডন ম্যাককালাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক, ডোয়েন ব্রাভো, আকশাদিপ নাথ, জেমস ফকনার, প্রবিন কুমার, ধাওয়াল কুলকারনি, শাহদাব জাকাতি, এবং প্রবিন তাম্বে।
বিস্তারিত পড়ুন

শুধু মুস্তাফিজের জন্যই দোভাষী, তাও বাঙালি-মুসলিম, আইপিএলে তার গুরুত্বটা একবার ভাবুন

শুধু মুস্তাফিজের জন্যই দোভাষী, তাও বাঙালি-মুসলিম, আইপিএলে তার গুরুত্বটা একবার ভাবুন


শুধু মুস্তাফিজের জন্যই দোভাষী, তাও বাঙালি-মুসলিম, আইপিএলে তার গুরুত্বটা একবার ভাবুন
স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে দুর্দান্ত হলেও বিদেশি ভাষায় তেমন দক্ষতা নেই বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানের। এই বিস্ময় বালক বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না। তাই তার জন্য দোভাষী নিয়োগ দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
বাংলাদেশ
 
ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ক্রিকফ্রেনজিডটকম। সুজন সুজন বলেন, ফোনে মুস্তাফিজ জানিয়েছেন যে তার জন্য ফ্রাঞ্চাইজিটি একজন বাঙালি মুসলিমকে দোভাষী হিসেবে নিয়োগ দিয়েছে।
আইপিএলে এবারই প্রথম খেলছেন কাটার মাস্টার। কিন্তু ভারতে গিয়ে তিনি ভাষাগত সমস্যায় পরে যান। তবে বল হাতে নিজের কাজটি ঠিকই করছেন তিনি। এখন পর্যন্ত হায়দরাবাদের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন এই তরুণ বাঁহাতি। নিজের দলের হয়ে সর্বচ্চো উইকেট নিয়েছেন তিনি।

বিস্তারিত পড়ুন

ডেথ ওভারে সেরাদের সেরা মুস্তাফিজ : ওয়ার্নার

ডেথ ওভারে সেরাদের সেরা মুস্তাফিজ : ওয়ার্নার


WARNER

স্পোর্টসডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফম্যান্সে ক্রিকেটপ্রমীদের নজর কাড়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের। এরই ধারাবাহিকতায় অভিষেকের এক বছর না ঘুরতেই ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সবার পছন্দের পাত্রে পরিণত হয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

বিপক্ষ দলের রানের চাকা আটকাতে জুড়ি নেই বাঁহাতি এই পেসারের। দলের কোচ এবং অধিনায়ক ম্যাচের আগে তাকে নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা করেন। আর তাদের আশার প্রতিদান দিয়েই ডেথ বোলিংয়ে অধিনায়কের সেরা অস্ত্রে রূপান্তর হয়েছেন। প্রায় প্রত্যেকটা ম্যাচেই মুস্তাফিজ ডেথ ওভারগুলোতে বেশি বোলিং করেছেন। ডেথ ওভারে মুস্তাফিজের বোলিংয়ে সমর্থকদের পাশাপাশি মুগ্ধ হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ডেথ ওভারগুলোতে মুস্তাফিজের অসাধারাণ বোলিংয়ে রান নিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাটসম্যানদের।
আর ডেভিড ওয়ার্নারও স্বীকার করে নিলেন মুস্তাফিজ ডেথ বোলিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বললেন, ‘মুস্তাফিজকে দিয়ে বোলিং করানোর আদর্শ উপায় হচ্ছে তার প্রথম ওভারটি পাওয়ার প্লেতে এবং বাকি তিন ওভার ডেথ ওভারে করানো। সে অসাধারণ একজন ডেথ বোলার। এটা তার শিল্প’। এদিকে মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে স্বদেশি পেসার মিচেল স্টার্ককেও টেনে আনেন এই অসি ব্যাটসম্যান। ওয়ার্নার বলেন, ‘মুস্তাফিজ অনেকটা মিচেল স্টার্কের মত।
নতুন বলে সে অনেক ভয়ঙ্কর এবং শেষের দিকে তার বলে রান করা কঠিনই নয় বরং অনেকটা অসম্ভব’। জানিয়ে রাখা ভালো, আইপিএলে দলের তিন ম্যাচের তিনটিতেই মূল একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। তিন ম্যাচে মোট চারটি উইকেট পান এই ‘বিস্ময় বালক’। এছাড়া মুস্তাফিজের মিতব্যয়ী বোলিং প্রতিপক্ষের রানের চাকা আটকাতে দারুণ ভূমিকা রাখে।
বিস্তারিত পড়ুন

মুস্তাফিজের জন্য দোভাষী নিয়োগ!

মুস্তাফিজের জন্য দোভাষী নিয়োগ!

মুস্তাফিজের জন্য দোভাষী নিয়োগ!

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার বিপক্ষে ব্যাটিং করতে মাঠে নামার সময় বুক ধুরু ধুরু করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। প্রথমবারের মত আইপিএলে অংশ নিয়েও ধারাবাহিক পারফর্মেন্স করে যাচ্ছেন মুস্তাফিজ। 

বাংলাদেশের দলের বাইরে একা প্রথমবারের মত বিদেশ সফর করছেন মুস্তাফিজ। বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনোটাই ঠিক মতো বলতে পারেন না তিনি। তাই আইপিএলে ভাষা নিয়ে বেশ বিপাকেই আছেন এই টাইগার বোলার। আর এই সমস্যা দূর করতে মুস্তাফিজের জন্য একজন দোভাষী নিয়োগ দিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। 

এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। স্থানীয় একটি পত্রিকাকে তিনি জানান, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সে জন্য এক বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছেহায়দারাবাদ কর্তৃপক্ষ।’

এ জাতীয় ‘বিশেষ ব্যবস্থা’র উদাহরণ ক্রিকেটবিশ্বে নেই বললেই চলে। ব্যক্তিগত ম্যানেজার আছে অনেকের, কিন্তু দলের পক্ষ থেকে এমন নিয়োগ ব্যতিক্রমই বটে। মুস্তাফিজ নিজেও অবশ্য সানরাইজার্সের এই বিশেষ ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। তিন ম্যাচে তিনি পেয়েছেন চার উইকেট।
বিস্তারিত পড়ুন

ইমরান সুবিধাবাদী ও মিথ্যাবাদী, সরকারের কাছে ক্ষমা চাইতে হবে: জয়

ইমরান সুবিধাবাদী ও মিথ্যাবাদী, সরকারের কাছে ক্ষমা চাইতে হবে: জয়
ইমরান সুবিধাবাদী ও মিথ্যাবাদী, সরকারের কাছে ক্ষমা চাইতে হবে: জয়
বাংলাদেশের প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের সমালোচনা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ (রোববার) জয় তার ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইমরান সরকারকে ‘সুবিধাবাদী ও মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেছেন। জয় লিখেছেন, "যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমানের সরাসরি সংশ্লিষ্টতা উদ্‌ঘাটন করেছে। তারা এ বিষয়ে প্রমাণাদি আমাদের সরকারের কাছে দিয়েছে। তাঁকে এই প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারছি না। কিন্তু এই প্রমাণ দ্ব্যর্থহীন এবং অখণ্ডনীয়।"

ইমরান এইচ সরকার প্রসঙ্গে জয় বলেন, "আমি আশাই করেছিলাম বিএনপি এটা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে। যদিও আমি আশ্চর্য হয়েছি ইমরান সরকারের বিষয়ে। সম্ভবত শেষ পর্যন্ত তার আসল চেহারাটা উন্মোচিত হলো। এটা দেখে মনে হচ্ছে, সে আমাদের বেশিরভাগ সুশীলের মতোই, আরেকটা সুবিধাবাদী এবং মিথ্যাবাদী। হয়তো বিএনপি তাকে পয়সা দিয়েছে। কে জানে? যেভাবেই হোক, আমি তার প্রতি সব শ্রদ্ধা হারিয়েছি। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে আমাদের সরকারের কাছে ক্ষমা চাইতে হবে।"

সজীব ওয়াজেদ জয় বলেন, "আমি আমার সকল বন্ধু এবং ভক্তের কাছে আহ্বান জানাচ্ছি, যারা তাকে অনুসরণ করেন, তারা তাকে ফেসবুক থেকে আনফলো/আনফ্রেন্ড করুন। সে একজন অপরাধীর হয়ে কথা বলছে, যে আমাকে হত্যার চেষ্টা করেছিল।"

এর আগে গতরাতে ইমরান এইচ সরকার তার ফেসবুক টাইমলাইনে লেখেন, "প্রবীণ (৮১ বছর বয়সী) সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার ও রিমান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।"

ইমরান আরও লিখেছেন, "দেশে যখন একের পর এক মানুষ খুন হচ্ছে, লেখক-প্রকাশক-বিদেশী থেকে শুরু করে মসজিদ-মন্দিরে ঢুকে মুয়াজ্জিন-পুরোহিতকে হত্যা করা হচ্ছে তখন খুনীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপহরণের বায়বীয় অভিযোগে এমন একজন প্রবীণ সাংবাদিককে গ্রেফতার সত্যিই হতাশাজনক।"

সরকার প্রতিপক্ষকে দমনের চেয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে মনোযোগী হবে বলে ইমরান এইচ সরকার প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে গতকাল (শনিবার) সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় মামলাটি দায়ের করেছিল গোয়েন্দা পুলিশ।#
আশরাফুর রহমান/১৭
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ১৬তম উদ্যোক্তা মেলা

সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ১৬তম উদ্যোক্তা মেলা
টেকসই উন্নয়নের জন্য সোশ্যাল এন্টারপ্রাইজ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ১৬তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা’। জাতিসংঘের একাডেমি ইমপেক্টের অংশ ও অনুপ্রেরণায় ১২-১৩ এপ্রিল,২০১৬ এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয় । এতে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ,ন.ম আব্দুল মোক্তাদীর সাদার্ন সাবেক উপাচার্য প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী,ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান, সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা, প্রতিযোগিতার বিচারক প্রমোশন মিডিয়া এ্যান্ড কমিউনিশনের ইনচার্জ ও মমতার উপ-পরিচালক তওহীদ আহম প্রমুখ।
বক্তারা বলেন, এই ধরনের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। উপজেলা ভিত্তিক আইডিয়াটা কাজে লাগাতে পারলে তৃণমূল পর্যন্ত ব্যবসার প্রসার ঘটানো সম্ভব তাতে শহর থেকে কর্মস্থানের চাপ কমে যাবে।
মেলার প্রধান সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক নাজমুল হুদা বলেন, মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতি সেমিস্টারে এ মেলার আয়োজন করে থাকে।
মেলার সমাপণী দিনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রফেসর সরওয়ার জাহান, সাদার্ন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী, সাদার্ন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম।
এবার মেলায় উপজেলা ভিত্তিক মোট ২৪টি স্টলে শিক্ষার্থীরা তাঁদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। মেলার সমাপণী দিনে চার ক্যাটাগরিতে সেরা স্টলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
বিস্তারিত পড়ুন

আইপিএল না খেলেই সবার শীর্ষে মুস্তাফিজ, দেখুন সেরা ৫ বোলারের সেই তালিকা

আইপিএল না খেলেই সবার শীর্ষে মুস্তাফিজ, দেখুন সেরা ৫ বোলারের সেই তালিকা


আইপিএল না খেলেই সবার শীর্ষে মুস্তাফিজ, দেখুন সেরা ৫ বোলারের সেই তালিকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট নবম আসর শুরু হতে আর মাত্র বাকি তিন দিন। বিশ্বকাপের ঢামাডোল শেষ হয়ে গেছে আরও তিন দিন আগে। 
সুতরাং, ক্রিকেটপ্রেমীরা এখন মজেছে আইপিএলেই। শুরু হয়ে গেছে বিশ্লেষণ, কে জিতবে, কার দল কেমন হবে তা নিয়ে।
আইপিএলের নবম আসরের আগেই কিন্তু চমক দিয়েছিল নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেখানে যুবরাজ সিং সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হলেন। 
শেন ওয়াটসন হলেন সেরা দামি খেলোয়াড়দের একজন। তবে সবাইকে চাপিয়ে এমন ৫জন ক্রিকেটার এবারের নিলামের মাধ্যমে আইপিএলে উঠে এসেছে যারা সত্যিই চমকে দিতে পারেন খেলার মাঠে। 
সেই ৫ চমক সৃষ্টিকারী ক্রিকেটারের মধ্যে রয়েছে বাংলাদেশের নিউ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানও।
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
এই প্রথমবারেরমত খেলতে গেলেন আইপিএল। বাঁ-হাতি নতুন পেস সেনসেশন মুস্তাফিজ এবার খেলবেন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে। 
নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি। তবে পুনে সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দারাবাদ মুস্তাফিজকে কিনেছে ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে। 
ভারতের মাটিতে বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলে যেভাবে ৯ উইকেট নিয়েছেন, তাতে ধারণাই করা হচ্ছে, এবারের আইপিএলে সবচেয়ে বেশি নজর কাড়তে পারেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
বিশ্বকাপের ফাইনাল দিয়েই নিজেকে অপরিহার্য করে তুললেন ক্যারিবীয় তরুণতুর্কী কার্লোস ব্রাথওয়েট। শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। টানা চার বলে চার ছক্কা মেরে ব্র্যাথওয়েট জানান দিলেন, তিনি আগামীর ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্স। বার্বাডোজের এই অলরাউন্ডারের এটাই প্রথম আইপিএল। 
দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলবেন ব্র্যাথওয়েট। ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। অথচ সেখান থেকে দিল্লি ডেয়ারডেভিলস তাকে কিনেছে ৪ কোটি ২০ লাখ রুপি দিয়ে। ডেয়ারডেভিলস সম্ভবত তার ওপর এবার অনেক বেশি নির্ভর করতে পারে।
 
জস বাটলার (ইংল্যান্ড)
ইংল্যান্ড দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইংলিশদের জার্সি গায়ে খেলেও যাচ্ছেন বেশ কিছুদিন। তবে টি-টোয়েন্টিতে যে তিনি কত বড় মাপের তারকা তা বুঝিয়ে দিয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারকায়নির্ভর দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনেছে ৩ কোটি ৮০ লাখ রুপি দিয়ে। 
অথচ তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। প্রতিপক্ষের বোলিং শক্তিকে ধুমড়ে-মুচড়ে দেয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালক করেন তিনি। দেখা যাক, এবার আইপিএলে কেমন করতে পারেন বাটলার!
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার নতুন আবিষ্কার। বলা হচ্ছে স্পিন দিয়ে আগামীর ক্রিকেট শাসন করবেন হয়তো তিনিই। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলতে পারেননি হয়তো; কিন্তু বিশ্বকাপে এসে ঠিকই সবার নজর কেড়ে নিয়েছেন জাম্পা। বলা হচ্ছে, একেবারে খাঁটি স্পিনার তিনি। আইপিএলের নতুন দল গুজরাট লায়ন্স তাকে কিনেছে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি দিয়েই। যে কোন ধরনের উইকেটেই ব্যাটসম্যানকে বোকা বানাতে বেশ পারঙ্গম এই স্পিনার।
স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের পেছনে সবার আগে নিশ্চিত নাম উঠে আসবে স্যামুয়েল বদ্রির। প্রতিটি ম্যাচ তো বটেই, মহাগুরুত্বপূর্ণ ফাইনালেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মোস্ট ব্রিলিয়ান্ট ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হচ্ছে তাকে। 
আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এ দামেই তাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন ক্রিস গেইলকেও। বিশ্বকাপের ফর্ম যদি আইপিএলেও বজায় থাকে, তাহলে তো ব্যাটসম্যানদের চিন্তা ঘুম না আসারই কথা।

বিস্তারিত পড়ুন

সানরাইজার্সের মধ্যমণি মুস্তাফিজ

সানরাইজার্সের মধ্যমণি মুস্তাফিজ
বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০১৬ ১৩:৪৬ ঘণ্টা


ঢাকা: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে উড়ে গেছেন মুস্তাফিজের রহমান। কলকাতা হয়ে হায়দ্রাবাদে যান মুস্তাফিজুর রহমান। দলের সঙ্গে যোগ দিয়েই মিশে গেলেন একাত্মা হয়ে। হায়দরাবাদে সতীর্থদের মধ্যমণিও বটে। মুস্তাফিজকে পেয়ে লক্ষণদের আনন্দের আর সীমা নাই। সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থদের সঙ্গে পুল খেলায় মেতে ওঠেন বাংলাদেশের  এই বিস্ময় তারকা।
সানরাইজার্সের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা গেছে, দলের সতীর্থ যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমারের সঙ্গে পুল খেলছেন মুস্তাফিজ। দলের অনেকেই ছিলেন এসময়। সতীর্থদের সঙ্গে এসময় হাসি ঠাট্টায় মেতে ওঠেন বাংলাদেশি এই তারকা।  
উল্লেখ্য, আইপিএলে ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজের বেইস প্রাইজ ছিল ৫০ লাখ রুপি। আইপিএলে মুস্তাফিজের দলীয় সতীর্থদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, আশিষ নেহরার মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। তার দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। 
আইপিএলের এবারের আসর শুরু হবে ৯ এপ্রিল। ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে মুস্তাফিজের দল।
বিস্তারিত পড়ুন

মুস্তাফিজ ইস্যুতে এবার আইসিসিকে উচিত জবাব দিয়েছে ক্রিকইনফো

মুস্তাফিজ ইস্যুতে এবার আইসিসিকে উচিত জবাব দিয়েছে ক্রিকইনফো


মুস্তাফিজ ইস্যুতে এবার আইসিসিকে উচিত জবাব দিয়েছে ক্রিকইনফো












স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বাংলাদেশের বোলিং নক্ষত্র মুস্তাফিজুর রহমানকে অবমূল্যায়ন করে সমালোচনার মুখে পড়ে ক্রিকেটের অভিভাবক প্রতিষ্ঠান আইসিসি।
ক্রিকেট বিশ্লেষকরা সমালোচনায় বিদ্ধ করে আইসিসিকে। এবার আইসিসিকে উচিৎ জবাব দিয়েছে ক্রিকইনফো।
এই


প্রতিষ্ঠানটিকে প্রশ্নের মুখে ফেলেছে ক্রিকইনফো। আইসিসির বিচারে মুস্তাফিজ কিছুতেই সেরা একাদশে ওঠার যোগ্য নন।
কিন্তু ক্রিকইনফো সেরা একাদশে নিয়েছে মুস্তাফিজকে। ভারতের এক সাবেক ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে। সেখানেও ছিলেন মুস্তাফিজ।
মুস্তাফিজকে আইসিসির সেরা একাদশে না দেখে হতাশ হন ব্রেড লিরাও। সম্প্রতি ক্রিকইনফোর সেরা একাদশে থাকায় উচিত জবাবেরর সাথে বেশ লজ্জাও পেয়ে থাকবেন আইসিসির কর্মকর্তারা!
৭ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
বিস্তারিত পড়ুন

মোস্ট টোটাল

মোস্ট টোটাল
মোস্ট টোটাল রান কারঃ তামিমের। হায়েস্ট স্কোর কারঃ তামিমের। সবচেয়ে বেশী বাউনডারি কারঃ তামিমের। সবচয়ে বেশী ছক্কা কারঃ তামিমের।
তাহলে অার বাকি থাকলো কি?
বিস্তারিত পড়ুন

বাঁশখালীতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান খালেদা জিয়া

বাঁশখালীতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান খালেদা জিয়া

 












খালেদা জিয়াচট্টগ্রাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 
মঙ্গলবার রাত পৌনে একটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই দাবি জানান।
খালেদা জিয়া দাবি করেন, বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভরত জনসাধারণের ওপর পুলিশের হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, কথায় কথায় প্রতিবাদী মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা ও আহত করা এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। বাঁশখালীতে দুটি পক্ষের মধ্যে শান্তি রক্ষায় যেখানে পুলিশের কর্তব্য ছিল, সেখানে পুলিশ এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। অনৈতিক সরকারের গদি রক্ষার কাজে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে তাঁরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি মনে করি, হত্যা-নির্যাতন চালিয়ে গদি রক্ষা যেমন সম্ভব নয়, তেমনি জনগণের প্রতিবাদ-বিক্ষোভও অনির্দিষ্টকাল দমন করে রাখা যাবে না।’
বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে পাল্টাপাল্টি সমাবেশ ডাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন

মুস্তাফিজের জায়গায় নেহরার নামে ক্রিকেট দুনিয়ায় বিস্ময়

মুস্তাফিজের জায়গায় নেহরার নামে ক্রিকেট দুনিয়ায় বিস্ময়


অনলাইন ডেস্ক
৫ এপ্রিল ২০১৬, ১৪:১৮
মুস্তাফিজের জায়গায় নেহরার নামে ক্রিকেট দুনিয়ায় বিস্ময়
যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদে খেলানোর জন্য আশীষ নেহরা মরিয়া হয়ে আছেন, আইসিসি সেই মুস্তাফিজের বদলে নেহরাকে টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে রাখায় বিস্মিত ক্রিকেট দুনিয়া। মেলবোর্ন থেকে জ্যামাইকা আর ঢাকা থেকে ডারবান পর্যন্ত সব জায়গায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।
এরকম বিস্ময়, সমালোচনা আর প্রশ্ন উঠার কারণ: এক ইকনোমি রেট ছাড়া এ বিশ্বকাপে আর কোনো কিছুতেই মুস্তাফিজের চেয়ে নেহরা এগিয়ে ছিলেন না। দিনশেষে তাই অনেকে মনে করছেন, একান্তই চক্ষু-লজ্জার কারণে আইসিসি মুস্তাফিজকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছে। সম্ভব হলে তাকে একেবারেই বাইরে রেখে সেরা একাদশ নির্বাচন করতো আইসিসি।
সেরা একাদশ বাছাইয়ের জুরি কমিটিতে ছিলেন ছয়জন। পারফরম্যান্স ও পরিসংখ্যান বিচার করে একাদশ নির্বাচন করেছেন তারা। পরিসংখ্যানের হিসাবে একাদশে নিশ্চিতই জায়গা পান মুস্তাফিজ। কিন্তু, তারা এও বলেছেন, সবক্ষেত্রে পরিসংখ্যানকে আমলে নেওয়া হয়নি।
তাহলে কী আমলে নেয়া হয়েছে সেটাই এখন ক্রিকেট বিশ্বের প্রশ্ন।
এবারের বিশ্বকাপ বিশ্লেষণ করলে দেখা যায়, নেহরা পাঁচটি ম্যাচ খেলেছেন, আর ইনজুরি থেকে ফেরার পর মুস্তাফিজ ম্যাচ খেলেছেন তিনটি। পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে নেহরার উইকেট সংখ্যা পাঁচ। তিন ম্যাচে ১২ ওভার বল করে মুস্তাফিজের উইকেট সংখ্যা নেহরার চেয়ে প্রায় দ্বিগুণ, ৯।
এই ৯ উইকেট নিতে মুস্তাফিজ রান দিয়েছেন ৮৬, অর্থাৎ তার গড় ৯.৫৫। অন্যদিকে নেহরার গড় ২২.৬, তিনি রান দিয়েছেন ১১৩।
আবার নেহরারা সেরা বোলিং ফিগার যেখানে ১/২০ সেখানে মুস্তাফিজের ৫/২২। বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজের এ ফিগার এবারের টি-২০ বিশ্বকাপে সেরা বোলিং।
ম্যাচওয়ারি বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ এবং ভারত সুপার টেনে একই গ্রুপে থাকায় তারা এ পর্যায়ে একই দলগুলোর বিপক্ষে খেলেছেন। মুখোমুখি হয়েছেন নিজেদের মধ্যেও। তাই তাদের মধ্যে তুলনাটা আরো সহজ।
সেই বিশ্লেষণে দেখা যাচ্ছে, নেহরা এবারের বিশ্বকাপে খেলা পাঁচ ম্যাচের প্রতিটিতে একটি করে উইকেট পেয়েছেন। সুপারে টেনে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন তার একটি করে উইকেট তেমনি সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও উইকেট সংখ্যা এক।
অন্যদিকে, ইনজুরির কারণে প্রথম পর্ব এবং সুপার টেনের প্রথম ম্যাচ না খেলা বাংলাদেশের মুস্তাফিজ ইনজুরি থেকে ফিরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেট নিয়েছেন, ভারতের বিপক্ষে নিয়েছেন আরো দুই উইকেট। আর শেষ ম্যাচেতো নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া পাঁচ উইকেট।
আর বিশ্বকাপ শেষে বোলিং পারফরম্যান্সের যে হিসাব তাতে দেখা যাচ্ছে তিন ম্যাচে মুস্তাফিজ আছেন ৭ নম্বরে যেখানে পাঁচ ম্যাচ খেলা নেহরার অবস্থান ২২।
চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায়, শুধুমাত্র ইকনোমি রেটে এগিয়ে মুস্তাফিজের (৭.১৬ রান) চেয়ে এগিয়ে নেহরা (৫.৯৪)।  শুধুমাত্র এই এক কারণে মুস্তাফিজকে দ্বাদশ খেলোয়াড় করে নেহরাকে সেরা একাদশে নেয়া কারণে সমালোচনা তাই এখন পুরো ক্রিকেট দুনিয়ায়।
আইসিসির সেরা একাদশ:
১. জেসন রয় (ইংল্যান্ড)
২. জোস বাটলার (ইংল্যান্ড)
৩. জো রুট (ইংল্যান্ড)
৪. ডেভিড উইলি (ইংল্যান্ড)
৫. কুইন ডি কক (সাউথ আফ্রিকা)
৬. বিরাট কোহলি (ভারত)
৭. আশিস নেহরা (ভারত)
৮. আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
৯. স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)
১০. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
১১. শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
দ্বাদশ খেলোয়াড়:
১২. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল




চট্টগ্রাম ব্যুরো :: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেছেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।
আজ রোববার সকালে ইউজিসির সদস্য প্রফেসরর ড. এম শাহ নওয়াজ আলির নেতৃত্বে উপ-পরিচালক জেসমিন পারভনীসহ প্রতিনিধি দলটি সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
পরে কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম,অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রফেসর সরওয়ার জাহান, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
বিস্তারিত পড়ুন

বিশ্বকাপের সেরা পাঁচটি ক্যাচের প্রথম ও দ্বিতীয় তালিকায় সৌম্য !

বিশ্বকাপের সেরা পাঁচটি ক্যাচের প্রথম ও দ্বিতীয় তালিকায় সৌম্য !


somoyer-konthosor-a-স্পোর্টস আপডেট ডেস্ক- টি-টোয়েন্টি বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের। ব্যাটিংয়ের জন্য নয়; অসাধারণ দক্ষতায় ক্যাচ লুফে নেওয়ার কারণে। ব্যাট হাতে ব্যর্থ সৌম্য দারুণভাবেই আলোচিত দুর্দান্ত দুটি ক্যাচের জন্য।
এবারের বিশ্বকাপে সেরা ক্যাচের তালিকায় প্রথম ও দ্বিতীয় ক্যাচ এসেছে সৌম্য সরকারের হাত থেকে। সেরা দশে আরও এক টাইগার অষ্টম অবস্থানে রয়েছেন। সৌম্যের সঙ্গে সেরা দশটি ক্যাচের তালিকায় স্থান করে নিয়েছেন সাকিব আল হাসানও।
ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও সৌম্য সরকারের সেরা ক্যাচের কথা মনে রেখেছে আইসিসি। টুর্নামেন্টের সেরা দশ মূহুর্তের মাঝে জায়গা হয়েছে ভারতের বিপক্ষে ডিপে নেওয়া সৌম্যের অসাধারণ ক্যাচটি।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হার্দিক পান্ডের ক্যাচটি নিয়ে আইসিসির সেরা পাঁচে রয়েছেন সৌম্য। অসাধারণ দক্ষতায় লম্বা ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন তিনি। ভারতকে ১৪৬ রানে বেঁধে ফেলতে সেই ক্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া পাকিস্তানের বিপে বাউন্ডারি লাইনের কাছে তার আরো একটি চমৎকার ক্যাচ বিশ্বকাপে আইসিসির অসাধারণ ক্যাচের তালিকায় রয়েছে। ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপে ডেভিড ওয়ার্নারের অসাধারণ একটি ক্যাচ নেন সাকিব। যেটি রয়েছে অষ্টম অবস্থানে।
বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সৌম্যর দুর্দান্ত ক্যাচে ফেরেন  সেট ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।এদিন মোহাম্মদ হাফিজের স্লগ-সুইপে উড়িয়ে মারা বল প্রায় ১৫ মিটার দৌঁড়ে আটকে দেন সৌম্য। এরপর নিয়ন্ত্রণে রাখতে না পেরে বল ছুঁড়ে দেন হাওয়ায়। দ্বিতীয় প্রচেষ্টায় বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল ভেতরে এনে দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সৌম্য। নিশ্চিত ছক্কাকে পরিণত করেন ক্যাচে। যা তাকে এশিয়ান ক্রিকেটার হিসেবে সেরা ক্যাচের তালিকায় জায়গা করে দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার সেরা ফিল্ডারের তালিকায়ও সবার শীর্ষে উঠে আসেন সৌম্য। তাকে এমন স্বীকৃতি দেয় ভারতের শীর্ষ সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ডাইভ দিয়ে নেওয়া ভারতের হারদিক পান্ডের ক্যাচটি স্থান পেয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ মুহূর্তের একটি হিসেবে।
এই বিশ্বকাপে সৌম্যর সুখ-স্মৃতি বলতে তো ক্যাচগুলোই!
ক্যাচ প্রসঙ্গে সৌম্য জানান, ব্যাটিং-ব্যর্থতাই নাকি অমন ফিল্ডিংয়ের কারণ, ‘আসলে ব্যাটে রান আসছিল না। বোলিংও করছি না। কী করবো..। চেয়েছিলাম ফিল্ডিংয়ে অন্তত সেরাটা দিব। চেষ্টা করেছি, হয়ে গেছে। ক্যাচ দুটি অনেক দিন মনে থাকবে আমার।’
সীমানা দঁড়ির ‍উপর একাধিক প্রচেষ্টায় ক্যাচ নেওয়া প্রসঙ্গে সৌম্য জানান, মাঝে মাঝে অনুশীলন করতাম সীমানার উপর ক্যাচ নিতে। এসব ক্যাচ যে অনেক কঠিন তা কিন্তু না। শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারলে অনেক সময়ই এমন ক্যাচ তালুবন্দি করা সম্ভব।
বিস্তারিত পড়ুন

পাকিস্তান নয়, বাংলাদেশ-ভারতই এখন মহারন ...

পাকিস্তান নয়, বাংলাদেশ-ভারতই এখন মহারন ...

পাকিস্তান নয়, বাংলাদেশ-ভারতই এখন মহারন ...


ক্রিকেট বিশ্বে কিছু দেশ রয়েছে, যাদের ২২ গজের লড়াই মানে উত্তেজনার পারদ সবখানে ছড়িয়ে পড়া। প্রতিবছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজটিও অনেকটাই এমন। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। রাজনৈতিক উত্তাপের কারণে দুই দলের লড়াইয়ে বাড়তি উত্তাপ টের পাওয়া যায় উভয় দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে।
মাঠের লড়াই শুরু হওয়ার আগে মাঠের বাইরের কথার যুদ্ধে লিপ্ত হন তারা। মূলত এই চারটি দেশের ক্রিকেট যুদ্ধ বাড়তি উন্মাদনা ছড়ায়। নতুন করে সেই দলে যোগ হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে।
গত কিছুদিন ধরে বাংলাদেশ-ভারত লড়াই মানে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যুদ্ধের আমেজ তৈরি হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যেও এই উত্তেজনা বিরাজ করে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বি-পাক্ষিক সিরিজ না হওয়ার কারণে দুই দলের এই ক্রিকেটযুদ্ধটা আগের সেই ইমেজ হারিয়েছে।
এই সুযোগে পাকিস্তানের জায়গাটা নিয়ে নিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সও দুর্দান্ত। গত জুন-জুলাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো একদিনের টুর্নামেন্ট জিতেছিল। এরপর এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ফাইনাল খেলেছে বাংলাদেশ। সর্বশেষ বিশ্বকাপের সুপার টেনে ভারতের ব্যাটিং লাইনআপকে চেপে ধরে জয়ের দিকেই যাচ্ছিল লাল-সবুজরা। শেষ পর্যন্ত অভিশপ্ত তিন বলে হার মানতে হয় টাইগারদের।
দুই দলের সর্বশেষ ম্যাচ শুরুর হওয়ার আগে টাইগার অধিনায়ক মাশরাফিকে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ভারতের বিপক্ষে ম্যাচের আগে আপনার মধ্যে কোনও উত্তেজনা কাজ করছে কিনা? মাশরাফি অবশ্য অস্বীকার করেন। কিন্তু তার চোয়ালবদ্ধ মুখ দেখে বোঝাই যাচ্ছিল কী ভাবছেন তিনি। ওইদিনই সংবাদ সম্মেলনে আসা আশিষ নেহরার কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘এটাতো ভক্তরা ভালো বলতে পারবে। আমাদের মধ্যে কোনও সংঘাত নেই। স্রেফ একটি ম্যাচ খেলতে আমরা মাঠে নামবো।'
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে আশাহত করে বাংলাদেশ। শেন ওয়াটসন তো বলেই ফেলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছে। তারা (বাংলাদেশ) জিতলে আমরা সহজেই সেমিফাইনালে পৌঁছে যেতাম।'
বিশ্বকাপে কোনও ম্যাচ না জিতলেও ক্রিকেটবিশ্বের রথী-মহারথীদের মন জয় করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সব মিলিয়ে তাই বাংলাদেশ ক্রিকেট বিশ্বে জায়ান্ট একটি দলে পরিণত হয়ে উঠছে। এবং তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে ভারত। ভারতীয় সমর্থকরাই এটা মনে করছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে অনেক সাবেক ক্রিকেটারও বাংলাদেশ-ভারত ম্যাচকে উত্তেজনায় ঠাসা ম্যাচ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
ভারতের মানুষ যেভাবে ক্রিকেটকে ধর্মজ্ঞান করে, ধর্মশালায় তেমনটা দেখা যায়নি। তারপরও যারা ক্রিকেট পছন্দ করেন, তারা দোকান পাট, ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে হলেও মাঠে খেলা দেখতে আসেন। নিয়মিত খোঁজ খবর রাখেন বৈশ্বিক ক্রিকেটের। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচটি ইডেনে স্থানান্তর করা হয়। ফলে কিছুটা হতাশ হয়েছেন ধর্মশালার স্থানীয় মানুষজন। স্থানীয় এক ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, 'ম্যাচটি হলে অনেকদিন পর ধর্মশালার মানুষ খুব উপভোগ করতে পারতো। কিন্তু সেই সুযোগটা হারালাম আমরা।'
অরুণ গোপাল নামে এই ব্যবসায়ী বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। বিশেষ করে সাকিব ও মাশরাফিতে খুব মজে থাকেন। তার মতে, ‘এক সময় ভারত-পাকিস্তানের ম্যাচ যেমন জমজমাট হতো। এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচও জমজমাট হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আমরা আত্মবিশ্বাসী থাকি আমরা জিতবো। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আমরা খুব ভয়ে থাকি। মনের মধ্যে শঙ্কা কাজ করে।’
বেঙ্গালুরুতে ভারত ও বাংলাদেশ ম্যাচের সময় বেশিরভাগ ভারতীয় সাংবাদিক ধরে নিয়েছিলেন, ভারত হেরেই যাচ্ছে। ওইদিন অভিশপ্ত তিন বল বাদে বাকি সময় ম্যাচটিতে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিলো। শেষ পর্যন্ত জয় পাওয়ার পর হালকা হাসির আভা ফুটে উঠে তাদের চোখেমুখে। স্থানীয় এক সাংবাদিক তো বলেই ফেললেন, ‘এমন উত্তেজনার ম্যাচ এই বিশ্বকাপে আর একটিও হয়নি। এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচ। এখন ভারত ও পাকিস্তানের ম্যাচেও এতো উত্তাপ ছড়ায় না, আজ যা ছড়িয়েছে। বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই এখন উত্তেজনায় ঠাসা।’
কলকাতার দর্শকদেরও বাংলাদেশ নিয়ে আগ্রহ কোনও অংশে কম নয়। তারা মনে করছেন নিয়মিত বাংলাদেশ-ভারত ম্যাচ অনুষ্ঠিত হলে এটা বিশ্বের যে কোনও ম্যাচের চেয়ে আরও বেশি জমজমাট হিসেবে স্বীকৃতি লাভ করতে পারবে।
সূত্রঃ বাংলা ট্রিবিউনে
বিস্তারিত পড়ুন

ভারতকে কাঁদালো যারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা

ভারতকে কাঁদালো যারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা


ভারতকে কাঁদালো যারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা
স্পোর্টস ডেস্ক : বিকেলে মেয়েরা আর রাতে ছেলেরা খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজ।  যারা ইডেন মাঠেই স্বাগতিক টিম ইন্ডিয়াকে দ্বিতীয় সেমিফাইনালে কাঁদিয়ে ফাইনালে উঠে আসে।  আজ সেই মাঠেই ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয় করে দ্বিতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হলো ক্রিজ গেইলরা।
ইডেনে ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের।  ফাইনালে ছিল না উপমহাদেশের কোনো দলই, কিন্তু সব শেষে জয় হলো সেই ক্রিকেটেরই।  ম্যাচ হল রোমাঞ্চকর।  টানটান উত্তেজনা উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা।
জয়ের শেষ হাসি হাসল ক্যারিবিয়ানরা।  বিকেলে মেয়েদের টি২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।  একটু পর রাতে জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ছেলেরা। ক্যারিবীয়ানরা দেখালো সাম্প্রতিক ক্রিকেটের সব বিভাগে সেরা যে তারাই।  
২ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ।  মার্লন স্যামুয়েলস খেললেন জীবনের অন্যতম সেরা ইনিংস।  কিন্তু তিনি শুধু জয়ের ছবিটা এঁকেছিলেন।  কিন্তু ব্রেথওয়েট যেন সেই ছবিতে প্রাণ এনে দিলেন।  শেষ ওভারে ১৯ রান দরকার ছিল।  অথচ ব্রেথওয়েট কি না প্রথম তিন বলে মেরেদিলেন তিন তিনটে ছক্কা! চার নম্বর বলটাতেও ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে
বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা ও রান কিন্তু তামিমেরই

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা ও রান কিন্তু তামিমেরই


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা ও রান কিন্তু তামিমেরই
স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। চার-ছক্কার মারকাটারি বিশ্বকাপের মঞ্চে একাধিক ক্ষেত্রেই শীর্ষে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম বিশ্বকাপের সর্বোচ্চ রান, ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রান, মোট ছক্কা, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা আর এক ইনিংস থেকে বাউন্ডারি থেকে আসা রানের হিসেবে সবার উপরেই অবস্থান করছেন।
বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে তামিম রান করেছেন


২৯৫। ৫ ম্যাচ খেলে ২৭৩ রান করে ভারতের বিরাট কোহলি দ্বিতীয় অবস্থানে । তৃতীয় অবস্থানে আছেন ২৪৯ রান করা ইংল্যান্ডের জো রুট। ২২২ রান নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ চতুর্থ অবস্থানে। ১৮৩ রান করে পাঁচ নম্বরে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।
এবারের আসরে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রেও এগিয়ে তামিম। ১০৩ রান করে অপরাজিত ছিলেন তামিম। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রানের এই তালিকায় শীর্ষে থাকা তামিমের পরেই রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল (১০০ অপ)। কোহলি অপরাজিত ৮৯ রান নিয়ে আছেন তিন নম্বরে কোহলি।
চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেটের বিশ্বমঞ্চে ছক্কায়ও এগিয়ে তামিম। তামিমের মোট ছক্কা ১৪টি। ১২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দুইয়ে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আর ১১টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে ক্রিস গেইল।
বিস্তারিত পড়ুন