কুতুবদিয়ায় অজ্ঞাত ভাসমান যুবকের লাশ উদ্ধার


কুতুবদিয়ায় অজ্ঞাত ভাসমান যুবকের লাশ উদ্ধার


কুতুবদিয়ায় ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩০ জুন)উপজেলার আলী আকবর ডেইল কুমিড়াছড়া এলাকায় সাগর উপকুলে বস্ত্রহীন এ লাশটি উদ্ধার dead body at kutubdiaকরা হয়। থানা সূত্র জানায়,ঐ এলাকায় উপকুলে দুপুর ১২ টায় একটি লাশ ভেসে আসলে পুলিশকে এলাকাবাসি খবর দেয়। পুলিশ বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩০) হবে বলে পুলিশ জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খান বলেন, উপকুলে ভেসে আসা পরিচয় বিহীন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post