কুতুবদিয়ায় অজ্ঞাত ভাসমান যুবকের লাশ উদ্ধার
কুতুবদিয়ায় ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩০ জুন)উপজেলার আলী আকবর ডেইল কুমিড়াছড়া এলাকায় সাগর উপকুলে বস্ত্রহীন এ লাশটি উদ্ধার
করা হয়। থানা সূত্র জানায়,ঐ এলাকায় উপকুলে দুপুর ১২ টায় একটি লাশ ভেসে আসলে পুলিশকে এলাকাবাসি খবর দেয়। পুলিশ বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩০) হবে বলে পুলিশ জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খান বলেন, উপকুলে ভেসে আসা পরিচয় বিহীন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।