
কুতুবদিয়ায় দু’দিন ধরে শুরু হয়েছে প্রবল বর্ষণ। অধিকাংশ ব্রীজ-কালভার্ট ও স্লুইস গেইট ব্লক থাকায় বৃষ্টির পানি সরতে পারছেনা। ফলে বহু ঘর-বাড়ি, রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে। পূর্ণিমার জোঁয়ারে বেড়িবাঁধ ভেঙ্গে ঢুকে পড়া পানি সরতেই না সরতেই অতি বর্ষণের কারণে বহু ফসল, বীজতলা নষ্টসহ পুকুরের জিঁয়াল মাছ ভেসে যাওয়ায় কৃষকেরা অস্থির হয়ে পড়েছে। কৈয়ারবিল-লেমশীখালীর সংযোগ মতিরবাপের পাড়া সেতু তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একের পর এক দুর্যোগের কারণে জন জীবন অচল হয়ে পড়েছে। উপজেলার কৈয়ারবিল, উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, বড়ঘোপ, লেমশীখালী ও আলী আকবর ডেইল এলাকায় শনিবার সরে জমিনে গিয়ে পানি বন্দী মানুষের অবর্ননিয় দূর্ভোগের চিত্র দেখা গেছে। প্রত্যন্ত এলাকা ঘুরে দ্রুত পানি সরানোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফিরোজ আহমেদ।