৩০ মিনিটে ৪ কন্যা সন্তানের জন্মদান
|
গাইবান্ধা প্রতিনিধি : পার্বতীপুরে ৩০ মিনিটের ব্যবধানে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন গৃহবধূ মর্জিনা বেগম (৩৫)।
তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার শাসকান্দর বালাপাড়া গ্রামে। স্বামী সিরাজুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক। মর্জিনা সিরাজুল দম্পতির ইতোপূর্বে ৪ কন্যা সন্তান রয়েছে। প্রথম সন্তান কন্যা হওয়ায় অখুশী ছিলেন এই দম্পতি। ৮/১০ বছর ধরে পুত্র সন্তানের আশায় সন্তান নিলেও প্রতিবারই কন্যা সন্তান জন্ম হওয়ায় তাদের পরিবারে ইতোমধ্যে ৪ কন্যা সন্তানের আগমন ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা, মাত্র ৩০ মিনিটে তিনি পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে প্রসূতিকক্ষে স্বাভাবিকভাবে পর পর ৪ কন্যা সন্তানের জন্ম দেন। সদ্যজাত প্রতিটি শিশুর ওজন ছিল ৭শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রাম। যা স্বাভাবিকের তুলনায় দুই তৃতীয়াংশ কম বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। গর্ভাবস্থায় নির্ধারিত সময় অতিক্রান্তের পর তাদের স্বাভাবিক জন্ম হয়েছে। তবে প্রত্যেক শিশু খুবই অপুষ্টির শিকার। প্রসূতি মা সুস্থ থাকলেও নবজাতক সব শিশুর জীবন এখনো ঝুঁকিপূর্ণ। কারণ তারা মায়ের বুকের পর্যাপ্ত দুধ ও উত্তাপ পাচ্ছে না। ঐ ৪ শিশুর ত্বক পাতলা হওয়ায় যেকোনো সময় তাদের ডিহাইড্রেশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান চিকিৎসকরা। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)