শাহরুখ মাতালেন সিটি সেন্টার


spacer image
শাহরুখ মাতালেন সিটি সেন্টার
বিনোদন প্রতিবেদক: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচারের জন্য স্বয়ং কিং খান আসছেন ।তাই চারিদেক শাহরুখ শাহরুখ ধ্বনিতে উচ্ছ্বিসত। ভক্তদের ডাকে সাড়া দিয়ে  বহু অপেক্ষার পর সন্ধে সাড়ে সাতটা নাগাদ মঞ্চে আর্বিভূত হলেন বলিউডের বাদশা শাহরুখ। আর এই ভিড় জমেছিল দুপুর থেকেই। সময় যত গড়াচ্ছিল সেই ভিড়টাই জনসমুদ্রের চেহারা নিল। সল্টলেক সিটি সেন্টার টু'তে শনিবার দুপুর থেকেই অষ্টমীর ঠাকুর দেখার ভিড়।

হাততালি, চিৎকার, উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা। চল্লিশ মিনিট ধরে নাচ, গান, কসরত দেখিয়ে নিজস্ব স্টাইলে মঞ্চ মাতালেন বাদশা। মাঝে মাঝে জয়ধ্বনি উঠল কলকাতা নাইট রাইডার্সের নামেও। বোঝা দায়, তিলোত্তমায় কে হাজির? চেন্নাই এক্সপ্রেস ছবির নায়ক কিং খান নাকি নাইট রাইডার্সদের অধিপতি?

প্রসঙ্গত, শহরেরই ছেলে তথা বিশ্ববন্দিত টেনিস তারকা লিয়েন্ডার পেজ অভিনীত 'রাজধানী এক্সপ্রেস' ছবিটি ফ্লপ করেছিল। এখন সবার একই প্রশ্ন এ ছবিটা ফ্লপ খাবে না তো.!

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post