এবার ধূরুংবাজার পুকুরের ঘাট দখল! দোকানঘর নির্মাণের অভিযোগ

এবার ধূরুংবাজার পুকুরের ঘাট দখল! দোকানঘর নির্মাণের অভিযোগ




উপজেলার ধূরুংবাজার খাঁস পুকুরের পাড় দখল অব্যাহত রয়েছে। পুকুরটির পূর্ব পাড় ইতোমধ্যে সম্পূর্ণ বেদখল হয়ে গেছে। এবার উত্তর পাড়ের পূর্বকোণায় পুকুরের একমাত্র ঘাটটি দখল করে পাকা পিলার দিয়ে দোকানঘর নির্মাণ করছে বলে বাজারের সাধারণ ব্যবসায়িরা অভিযোগ করেন।
সরে জমিনে গেলে ব্যবসায়িরা জানান, অযতœ-অবহেলার কারণে একমাত্র সরকারি পুকুরের জায়গার প্রতি কু-নজর পড়েছে প্রভাবশালি দখলবাজদের। তাছাড়া প্রতিনিয়ত হোটেল-রেস্তোরা ও বাজারের নোঙরা-আবর্জনা ফেলার কারণে পুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে যায়। বিশেষত: বাজারের দু’টি মসজিদের অসংখ্য মুসল্লি নামাজের অজু-কালাম করতে পারেনা। পুকুরটি দখল-দূষণের কারণে বিশাল বাজারের ব্যবসায়ি ও সর্ব সাধারণের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে ভূক্তভোগিরা অভিযোগ করেন। জরুরি ভিত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবিতে মুহাম্মদ ইয়াছিনসহ বেশকিছু ব্যবসায়ির যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি)’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুমি অফিসের কানুনগোকে পাঠিয়ে নির্মাণাধিন স্থাপনা অপসারণ করার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.ফিরোজ আহমেদ। কিন্তু নিষেধাজ্ঞার পরেও অবৈধ দখলদার বহাল তবিয়তে রয়েছে বলে ব্যবসায়িরা অভিযোগ করেন।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post