নিষিদ্ধ পথেই প্রভা

প্রভার অন্ধকার জগতের খবর হয়তো কারুই অজানা নেই। তবে সব ভুলে আবার আলোতে ফিরেছিলেন এই অভিনেত্রী। বিয়ে করে সংসার পেতেছেন। স্বামীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন, শুটিং করেছেন।

কিন্তু নতুন খবর হলো, আবার ও বিপথে যেতে বসেছে সমালোচিত এই অভিনেত্রী। সুখ যেন তার কপালে সইছে না। ইদানীং কারণে অকারণে স্বামী শান্তর সাথে খারাপ আচরণ করছেন তিনি। বেড়ে গেছে মোবাইলে কথা বলার পরিমাণ। শুটিং এর কথা বলে বেশির ভাগ সময়ই বাইরে বাইরে সময় কাটাচ্ছেন।

জানাগেছে, স্বামীর অপার স্বাধীনতার সুযোগে তার অপব্যবহার করছে। বাতাসে গুজব উঠেছে প্রভা সম্প্রতি এক প্রযোজকের সঙ্গে নাকি তার বিশেষ সম্পর্ক তৈঁরই হয়েছে। ঐ প্রযোজকের বেশিরভাগ নাটকের অভিনেত্রী হচ্ছেন প্রভা। এছাড়া একাধিক সাংবাদিকের সাথেও নাকি তার বিশেষ সম্পর্ক রয়েছে। এ সব বিষয় গুলো মোটেও ভালো ভাবে নিচ্ছে না স্বামী শান্ত। প্রভার এই আচরণে শান্ত আর কত দিন শান্ত থাকে এখন সেটাই দেখার বিষয়।




Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post