প্রেসিডেন্ট মুরসিকে আটক করেছে সেনাবাহিনী




Mursiআর্ন্তজাতিক ডেস্ক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
মিশরের সেনাবাহিনী দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ও তার ঘনিষ্ঠ সহযোগীদের আটক করেছে।
মিশরের সর্ববৃহত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনের একজন সিনিয়র সদস্য বৃহস্পতিবার ভোররাতে এ তথ্য জানিয়েছেন।
মুরসির শীর্ষস্থানীয় এক সহযোগীর ছেলে জেহাদ আল-হাদ্দাদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মুরসি ও তার গোটা প্রেসিডেন্সিয়াল টিম বর্তমানে প্রেসিডেন্টের রিপাবলিকান গার্ড ক্লাবে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
জেহাদের পিতা এসাম আল-হাদ্দাদ, যিনি মুরসির ডান-হাত হিসেবে পরিচিত, আটক কর্মকর্তাদের মধ্যে তিনিও রয়েছেন।
তবে সেনাবাহিনী মোহাম্মাদ মুরসি’র আটক সংক্রান্ত খবর নিশ্চিত করতে রাজি হয়নি। তাকে প্রেসিডেন্টের রিপাবলিকান গার্ড ক্লাব থেকে বেরুতে দেয়া হবে কিনা তাও জানানো হয়নি অভ্যুত্থানকারী সেনাবাহিনীর পক্ষ থেকে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের শীর্ষস্থানী সহযোগীরা তাদের ফোন বন্ধ রেখেছেন। এ ছাড়া, বুধবার সেনা অভ্যুত্থানের আগে যে সব সহযোগী প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলেন তারা বলছেন, আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
সেনা অভ্যুত্থানের আগ পর্যন্ত মুরসি রিপাবলিকান গার্ডের সদরদপ্তরে অবস্থিত নিজ দপ্তরে অবস্থান করছিলেন।
এদিকে মিশরে পুলিশ বলেছে, ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনের শীর্ষস্থানীয় নেতাদের খুঁজছে তারা। পুলিশ এরইমধ্যে মুরসির ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির প্রধান সা’দ আল-কাতাতনি এবং ইখওয়ানুল মুসলেমিনের উপপ্রধান রাশাদ বাইউমি’কে আটক করেছে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post