রেশমাকে নিয়ে মুখ খুললো সেনাবাহিনী
|
টাইমস ওয়ার্ল্ড: সাম্প্রতিক সময়ে ব্রিটিশ দৈনিক ‘মিরর নিউজ’এ প্রকাশিত রেশমা কে উদ্ধার করার ঘটনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার জবাব দেয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষথেকে। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হাসান সোহরাওয়ার্দী ওই প্রতিবেদ সম্পর্কে বলেন, সেনা বাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না। ফাউল খেললে নিজের ওপর পড়ার সম্ভাবনা থাকে।
বিকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর রেশমার উদ্ধারকে ‘সাজানো’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে মিরর ও ডেইলি মেইল। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও ব্যাপক ঝড় ওঠে। মানুষের মনে সংশয় দেখা দেয় এবং প্রশ্নবিদ্ধ হয় রেশমার উদ্ধার কাহিনী। সব ধরনের সংশয় দূর করার জন্য এবং বিভান্তকর তথ্য বিশ্বাস না করার জন্য সেনাবাহিনী দেশের মানুষকে উদাত্ত আহবান জানায়। সেনাবাহিনীর পক্ষথেকে দাবি করা হয় রেশমার উদ্ধার করার কাহিনী সত্য এবং একটি কুচক্রী মহল এ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সবাই কে সেই ষড়যন্ত্র বিশ্বাস না করার জন্য জিওসি হাসান সোহরাওয়ার্দী আহবান জানান। তিনি বলেন, সেনাবাহিনী কচু পাতার পানি নয়। আমাদের রয়েছে ৪৮ বছরের ঐতিহ্য। বিদেশী কোন পত্রিকার কথায় অল্পতেই তা ধংস হয়ে যাবে না। তিনি বলেন, যারা রেশনার উদ্ধারকে সাজানো নাটক বলছেন তারা আসলে ষড়যন্ত্রকারী। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)