স্বামীর পরকীয়ায় স্ত্রীর ক্ষমা!

স্বামীর পরকীয়ায় স্ত্রীর ক্ষমা!


Shahrukh-Khan-Gauri-Khanএকজন তারকার প্রেম-বিয়ে অনেক বড় খবর তাদের ভক্তকুলের কাছে। তারকাদের মনের খবর সংসারের খবর জানতে ভক্তের আগ্রহের সীমা নেই। আর সেটা যদি হয় স্বামীর পরকীয়ায় স্ত্রীর ক্ষমা করে দেয়ার বিরল ঘটনা, তাহলে সেটাতো ভক্তদের কাছে বিরাট খবর। বলিউডে একসঙ্গে কাজ করতে এসে পরকীয়ায় জড়িয়েছেন এমন ‘স্বামী’ তারকার সংখ্যা নেহাত কম নয়। মজার বিষয় হল, এই ‘প্রতারক তারকা স্বামীদের’ তাদের স্ত্রীরা ক্ষমা তো করেছেনই, দিব্যি সংসারও করে যাচ্ছেন! বলিউডের এমন ক’জন ‘প্রতারক স্বামী তারকা’ ও তাদের ‘ক্ষমাশীল স্ত্রীদের’ নিয়ে বলিউডের অন্দর ঘেঁটে এই প্রতিবেদন।
শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খান বেশ সুখেই ছিলেন। শাহরুখ-গৌরি বলিউডের সুখী দম্পতি বলেই পরিচিত ছিলেন বহু বছর। কিন্তু বিধিবাম! প্রিয়াঙ্কা চোপড়া তাদের সংসারে হুমকি হয়ে এলেন। ডন ছবির শুটিং এর সময় কিং খান আর প্রিয়াঙ্কাকে একসঙ্গে রাত তিনটায় অফিস থেকে বের হতে দেখা যায়। আর এ নিয়েই দাবানলের মত ছড়িয়ে পরে গুজব! শাহরুখ-গৌরির সংসার ভাঙল বলে! কিন্তু গৌরি খান বা প্রিয়াঙ্কা চোপড়া কেউই এই গুজব নিয়ে মুখ খোলেন নি। শোনা যায়, গৌরি খান শাহরুখকে ক্ষমা করে দিয়েছেন আর তাদের সম্পর্কও আছে ফেবিকলের মতো অটুট!
Amitabh-Bachchan-Jaya-Bhaduঅমিতাভ বচ্চন
অমিতাভ-জয়া-রেখা, এই ত্রিভুজ প্রেমের কাহিনী বহু মানুষের জন্য এক রহস্যই রয়ে গেছে আজো। ‘সিলসিলা’ ছবির কাজ চলাকালে রেখা আর অমিতাভের পরকীয়া ছিল চাঞ্চল্যকর খবরের শিরোনামে। এমনকি এও বলা হয়েছে যে, অমিতাভ আর জয়া বচ্চনের বিচ্ছেদ আসন্ন! ১৯৮৪ সালে এক ইন্টারভিউয়ে রেখা তো বলেই বসেন, তিনি অমিতাভকে ভালবাসেন আর অমিতাভও তাকে ভালবাসে, কে কী বলল তা তার বিবেচ্য নয়! কিন্তু ‘কুলি’ ছবির শুটিংয়ে অমিতাভ বচ্চনের এক্সিডেন্ট ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। বলা হয়, এরপরই রেখা-অমিতাভ একে অন্যের থেকে দূরে সরে যান, আর জয়া বচ্চন তার প্রতারক স্বামীকে হজম করে নেন, আর এখন পর্যন্ত তারা একে অন্যের চিরসাথী হয়ে আছেন।
Hrithik-and-Suzanneঋত্বিক রোশন
ঋত্বিকেরও সুখের সংসার ছিল সুজান খানের সাথে। বিপত্তি ঘটাল মেক্সিকান লাস্যময়ী বারবারা মোরি। কাইট ছবির শুটিংয়ের সময়ই গড়ে উঠে এই সখ্যতা। অন স্ক্রিনে অফ স্ক্রিনে ভালই চলছিল এই ‘প্রেমলীলা’। যে জন্য সুজান দুই সন্তানসহ ঘর ছেড়ে মা-বাবার সাথে গিয়ে থাকা শুরু করে। কিন্তু ঋত্বিকের দাবি, তার বাড়ি মেরামতের সাময়িক অসুবিধার জন্যই সুজান বাচ্চাদের নিয়ে বাবা-মার বাড়ি গেছে। বলিউড তারকার যোগ্য স্ত্রী বটে সুজান। এখন দিব্যি সংসারধর্ম করছেন!
Ajay-Devgan-and-Kajolঅজয় দেবগন
অজয়ের জীবনসাথী বলিউডেরই গুণী অভিনেত্রী কাজল। কঙ্গনা রানওয়াতের সাথে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’-এর শুটিংয়ের সময়ই ছড়িয়ে পরে অজয়ের ‘প্রেম-প্রতারণার’ গুজব। চারিদিকে যখন এই গুজব যে, অজয় কাজলকে চিট করেছেন, তখন কাজলই সংসার টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা পালন করেন। এখনো অজয়-কাজল দিব্যি ঘর করছেন।
Dharmendra-Hemaধর্মেন্দ্র
ধর্মেন্দ্র আর হেমা মালিনী দম্পতি সুখী দম্পতি বলেই পরিচিত আমাদের কাছে। অথচ যখন হেমার সাথে ধর্মেন্দ্রর পরিচয় হয় তখন ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল প্রকাশ দেওল। পরে তিনি হেমাকে বিয়ে করেন এবং হেমার সাথে সম্পর্ক ঠিক রেখেই প্রকাশের সাথে বসবাস করেন! আহা প্রেম!
govinda-sunitaগোবিন্দ
গোবিন্দ আর সুনিতা আহুজার সম্পর্ক প্রায় ভেঙেই যাচ্ছিল যখন গোবিন্দ রানী মুখার্জীর সাথে জড়িয়ে পরেন। ‘হাদ কার দি আপনে’ ছবির শুটিংয়ের সময়ই চলে এই মন দেয়া নেয়া। তাদের বিভিন্ন জায়গায় একসাথে দেখা যায়। মজার বিষয় হল, তাদের সম্পর্কে ভাটা পড়তেই সুনিতার সাথে গোবিন্দ’র সম্পর্ক জোড়া লেগে গেছে, সুনিতার ক্ষমার ফেবিকলীয় আঠায়।
raj-babbar-nadiraরাজ বাব্বার
তারকাদের জীবনে কত আজব ঘটনাই যে ঘটে তার উদাহরন রাজ বাব্বার। আরেক অভিনেত্রী স্মিতা পাতিলকে বিয়ে করার জন্য তিনি তার স্ত্রী নাদিরা বাব্বারকে ছেড়ে যান তালাকের মাধ্যমে। স্মিতার সন্তানের বাবাও হন তিনি। স্মিতা পাতিলের মৃত্যুর পর আবার ফিরে যান নাদিরার কাছে, নাদিরা তাকে গ্রহণও করেন! প্রেম যে পুরনো হয় না-এ দর্শন আবারো সত্যি প্রমাণ করেন নাদিরা।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post