কুতুবদিয়ায় বাণিজ্যিক অফিসের পাঁচ লাখ টাকা চুরি!
হাছান কুতুবী, কুতুবদিয়া :
উপজেলা সদর বড়ঘোপ স্টিমারঘাট এলাকার তিশা এন্টার প্রাইজের অফিসে মঙ্গলবার গভির রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরদল এসময় নগদ পাঁচ লাখ টাকা এবং একটি মোবাইল সেট নিয়ে গেলেও অফিসের অন্য কোন মালামালে হাত দেয়নি বলে ম্যানেজার আবুল কালাম আযাদ জানিয়েছেন। অফিসের আশ-পাশের লোক চুরির সাথে জড়িত বলে প্রত্যÿদর্শিদের ধারণা। ¯’ানিয় ইউপি চেয়ারম্যান শাকের উলøাহ ও থানার দায়িত্ব প্রাপ্ত ওসি আবুল কালাম ঘটনা¯’ল পরিদর্শন করেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে থান সূত্রে জানা গেছে।
¯’ানিয় ছাবের কোম্পানির মালিকানাধিন অফিসটির পেচনের দরজার তালা ও অফিসের ফাইল ক্যাবিনেট ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় এবং গুরুত্বপূর্ন কাগজ-পত্র তছনছসহ পানিতে ফেলে নষ্ট করে দেয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)