হানির ছোঁয়ায় ফাঁস শাহরুখের ‘লুঙ্গি ডান্স’


ওয়ান টু থ্রি ফোর-এর পর এ বার লুঙ্গি ডান্স। রোহিত শেঠির সিনেমা চেন্নাই এক্সপ্রেসে এ বার দেখা যাবে লুঙ্গি ডান্সে। হ্যাঁ, ৪৭ বছরের শাহরুখ লুঙ্গি পরে যে গানে নাচবেন সেই নাচ ইন্টারনেটে ফাঁস হতেই একেবারে ধুন্ধুমার। ধর্ষণ থেকে বর্ষণ সব কিছুকে নিয়ে যিনি বিতর্ক তৈরি করে নায়ক বনতে চান সেই ইয়ো ইয়ো হানি সিংয়ের অপকীর্তিতে ফাঁস হয়ে গেল শাহরুখ খানের লুঙ্গি ডান্সের গান।
 
চেন্নাই এক্সপ্রেসের প্রযোজকদের চটিয়ে হানি নিজেই লুঙ্গি ডান্সের গান আপলোড করে ফেলেছেন। পরিচালক রোহিত শেঠি তো একবারে খেপে লাল। তবে হানির মধুর ছোঁয়ায় শাহরুখের লুঙ্গি ডান্স এখন দেশ একেবারে দু চোখ ভরে দেখছে।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post