সেক্স স্কুলের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে টিভি
|
অস্ট্রেলিয়াঃ অস্ট্রিয়াতে বিতর্কের ঝড় তুলেছে “দ্য অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুল”। এটাই বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেক্স স্কুল বলে দাবি করছেন এর প্রতিষ্ঠাতা সুইডেনের স্কুলশিক্ষিকা ইলভা-মারিয়া থম্পসন। স্কুলটির অবস্থান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
স্কুলটির বিজ্ঞাপন দেওয়া হয় টেলিভিশনে। তাতে ব্যবহার করা হয়েছে আপত্তিকর দৃশ্য। এ অভিযোগে অস্ট্রিয়ান টিভি বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। খবর বার্তা সংস্থার। ইলভা-মারিয়া থম্পসনের বক্তব্য অনুযায়ী, তাঁর স্কুলে প্রেমিকদের শিখানো হবে কীভাবে ভালবাসাকে আরও উপভোগ্য করে তুলতে হয়। কীভাবে সঙ্গিনীকে আনন্দ দেয়া যায়। তিনি বলছেন, ১৬ বছর বয়সের বেশি বয়সী যে কেউ তার স্কুলে ভর্তি হতে পারেন। তিনি আরও বলেন, আমাদের শিক্ষা শুধু তত্ত্বীয় নয়, খুব বেশি প্রাকটিক্যাল। গুরুত্ব দেয়া হবে কীভাবে একজন ভাল প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়। প্রতি টার্মের জন্য দিতে হবে ১৪০০ পাউন্ড। কোর্সের শেষে দেয়া হবে সনদ, যা সঙ্গিনী প্রাপ্তিকে সহজতর করবে। কোর্সে ভর্তি হওয়া ‘ছাত্রদের’ রাখা হবে স্কুলের ডরমিটরিতে। সেখানে ‘হোমওয়ার্ক’ করতে হবে। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)