ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ সাল বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আইসিসি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার মুশফিকুর রহিম বলেন, ‘আইসিসি ২০১৫ বিশ্বকাপ আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার আমাদের মোকাবেলা করতে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলকে। এটি সম্ভবত আমাদের জন্য কঠিন বিশ্বকাপ হবে। কারণ প্রতিপক্ষ সবকয়টি দলই ক্রিকেট বিশ্বসেরা। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’
এছাড়া তিনি বলেন, ‘উপমহাদেশে ভালো ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার ব্রিসবেন ও মেলবোর্নে খেলার অভিজ্ঞতা কম। তবে নিউজিল্যান্ড একটি সুন্দর দেশ আমরা সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবো।’