মা হতে পুরুষ সঙ্গী খুঁজছেন



 
 
 
বিনোদন ডেস্ক: মা হওয়ার খায়েশ হয়েছে আমেরিকার ‘প্রবলেম সেলিব্রেটি’ লিন্ডসে লোহানের। তিনি এখন এমন একজন পুরুষ সঙ্গীকে খুঁজছেন যিনি লোহানকে স্পার্ম ডোনেট করবেন। এরইমধ্যেই লোহান নিজের পুরুষ বন্ধুদের জিজ্ঞাসা করেছেন, কেউ তাকে স্পার্ম ডোনেট করতে রাজি আছে কী না।

বর্তমানে ক্যালিফোর্ণিয়ার মালিব্যুতে একটি পূনর্বাসন কেন্দ্রে অবস্থান করছেন ২৬ বছর বয়সী অভিনেত্রী। এ আগস্টের প্রথম দিকে ছাড়া পাওয়ার কথা রয়েছে লোহানের। এখান থেকে ছাড়া পাওয়ার পর নিউইয়র্কে একটি দোকান খোলারও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

এছাড়াও অপরাহ উইনফ্রের টিভি নেটওয়ার্কের জন্য একটি ডকুমেন্টারিতে কাজ করবেন লোহান। আগামী বছরের মাঝামাঝি ডকুমেন্টারিটি প্রচারিত হবে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post