হেডফোন থেকে মোবাইল ফোনের চার্জ

হেডফোন থেকে মোবাইল ফোনের চার্জ সৌরশক্তিতে চলে এ হেডফোন সৌরশক্তিচালিত হেডফোন দিয়েই এবার করা যাবে মোবাইল ফোন চার্জের কাজ। সারা বিশ্বে যখন স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বড় একটি সমস্যা ব্যাটারির চার্জ, তখন এর প্রতিকার নিয়েও চলছে নানা গবেষণা। এরই অংশ হিসেবে সম্প্রতি বিশেষ এ হেডফোনটি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষক অ্যান্ড্রু অ্যান্ডারসন। সম্প্রতি মোবাইল ফোন চার্জ দেওয়ার নতুন এ উপায়টি সম্পর্কে জানা গেছে। সৌরশক্তিনির্ভর হেডফোনটির নাম রাখা হয়েছে ‘অনবিট’। উদ্ভাবিত নতুন এ হেডফোনটির ব্যান্ডে বসানো হয়েছে বিশেষ নমনীয় সৌর কোষ, যা সূর্য থেকে শক্তি সংগ্রহ করে সেটিকে চার্জে রূপান্তরিত করবে। আর সে চার্জটিই রূপান্তরিত হয়ে মোবাইল ফোনের চার্জ হিসেবে কাজ করবে। অ্যান্ড্রু অ্যান্ডারসন জানান, হেডফোনটির সাহায্যে শুধু গান আর কথা শোনাই নয়, চার্জার হিসেবেও ব্যবহার করা যাবে। আর হেডফোনের সঙ্গে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারিতে জমা থাকবে চার্জ। গবেষণার বিষয়টি সম্পর্কে বিস্তারিত প্রকাশ করলেও এখন এটিকে উৎপাদনের দিকে নিয়ে যেতে চান অ্যান্ড্রু। তাই ইতিমধ্যে কিকস্টার্টার নামের একটি ওয়েবসাইটে সম্প্রতি বিনিয়োগ চেয়ে প্রকল্প জমা দিয়েছেন তিনি। হেডফোনের উৎপাদন শুরু করতে তিনি চেয়েছেন দুই লাখ পাউন্ড। আর এ অর্থ পেলেই আগামী বছর থেকেই হেডফোনটির উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন অ্যান্ড্রু। এখনো হেডফোনটির প্রটোটাইপ উন্নয়নের কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি। স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের চার্জের সমস্যা এই প্রযুক্তির মাধ্যমের কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন প্রযুক্তিবাজার বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে কাজী আলম

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post