সন্তান জন্মের চাইতে বেশি খুশির কিছুই হতে পারে না বলে মনে করেন প্রিন্স উইলিয়াম; রাজপরিবারের নতুন অতিথির আগমনে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারাও ।
প্রিন্স উইলিয়ামের মতে ছেলের জন্মের চাইতে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। ২২ জুলাই প্রথম সন্তানের জন্মের পর একথা বলেন তিনি। সোমবার লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকার এবং প্রথম সন্তানের জন্ম দিয়েছেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অফ ক্যাম্ব্রিজ ক্যাথরিন। এদিকে, প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হওয়ায় রাজদম্পতিকে অভিন্দন জানিয়েছেন বিশ্বনেতারও। খবর কন্টাক্টমিউজিকের।
বাবা উইলিয়াম এবং দাদা প্রিন্স চার্লসের পর ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারের জন্ম হয়েছে। সন্তানের জন্মের পর নিজের অনুভূতি জানাতে উইলিয়াম বলেন, “এরচেয়ে বেশি খুশি আমি কখনও ছিলাম না।”
প্রথমবারের মতো দাদা হওয়া প্রিন্স চার্লস তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “কারও জীবনে নাতি-নাতনির মুখ দেখা একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা। প্রথমবারের মতো দাদা হতে পেরে আমি খুবই আনন্দিত।”
রাজপরিবারের নতুন অতিথির আগমনে দারুণ আনন্দিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা। ভিন্ন ভিন্ন বিবৃতিতে উইলিয়াম এবং কেইটকে অভিনন্দন জানিয়েছেন তারা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নতুন রাজপুত্রের জন্মে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন তার প্রতিক্রিয়া। তিনি বলেছেন, “আমি নতুন শিশুর জন্মে সত্যি খুশি এবং রাজপুত্র এবং তার স্ত্রীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি তারা খুবই ভালো অভিভাবক হবেন।”
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “মিশেল এবং আমি ডিউক এবং ডাচেসকে তাদের প্রথম সন্তানের জন্মে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সঙ্গে আমাদের বিশেষ একটি সম্পর্ক রয়েছে। তাই যুক্তরাজ্যের সকলের মতো যুক্তরাষ্ট্রেও রাজপুত্রের জন্মে আনন্দ করবে সবাই।”