chudurbudur
এছাড়া সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরের কয়েকজন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
কেন্দ্রীয় সভাপতির মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে আগামী বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটির সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার সোমবার এক বিবৃতিতে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।RELATED STORIES
-
2013-04-01 10:37:17.0
-
2013-04-16 13:51:49.0একই দাবিতে শনিবার বিক্ষোভের পর রোববার হরতালের ঘোষণা দিয়েছিল শিবির, তবে পরে তা স্থগিত করে।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গত মার্চে হরতালে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। তারপর বিভিন্ন মামলায় তাকে কয়েকদফা রিমান্ডে নেয়া হয়।
রিমান্ডে নিয়ে দেলওয়ারের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে ছাত্রশিবিরের অভিযোগ।
শিবির সাধারণ সম্পাদক জব্বার বলেন, “শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হচ্ছে। একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতাদের দীর্ঘদিন আটকে রেখে কারা নির্যাতন চলছে।”
জব্বার বলেন, “নিখোঁজ নেতা-কর্মীদের কোনো সন্ধান সরকার দিতে ব্যর্থ হয়েছে।।”
সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আগামীতে আরো কঠিন কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন।
৩০ জুন হরতালের ঘোষণা দিলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বিভিন্ন পরীক্ষার কথা বিবেচনা করে ২৯ জুন তা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছিল শিবির।
তখন দাবি পূরণে সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ৩ জুলাই হরতালের হুমকি দিয়েছিল।
ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন দাবিতে বর্তমান সরকার আমলে এর আগেও হরতাল ডেকেছিল জামায়াতের এই সহযোগী সংগঠন।