মিশরে সেনা ক্যু : মুরসি সরকারের পতন


মিশরে সেনা ক্যুয়ের কারনে মুরসি সরকারের পতন হয়েছে। সেনাবাহিনী মিশরে নতুন সংবিধান স্থগিত করেছে। ভেঙে দিয়েছে সংসদ। সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, প্রধান বিচারপতি মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধান। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি ও মুসলিম ব্রাদাহুডের সিনিয়র নেতাদের আটক করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। মুসলিম ব্রাদারহুদের ২৫ মাছরসহ অনেকগুলো ইসলামী চ্যানেল বন্ধ করে দিয়েছে সেনারা, ঐসব চ্যানেলে যারা কাজ করতো তাদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post