ঈদের ৫ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে



spacer image
 ঈদের ৫ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আসছে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে  ঈদের ৫ দিন আগে থেকে অগ্রিম টিকিট দেয়া শুরু করবে। ঈদের তিন দিন আগে স্পেশাল ট্রেন চালু হবে। ঈদের পরেও তিনদিন স্পেশাল ট্রেন চলবে।

ছয় থেকে সাত জোড়া যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালু করবে। টিকিট কালোবাজারি বন্ধে কমলাপুরসহ বড় বড় স্টেশনে ভ্রাম্যমাণ আদালত এবং র‌্যাব, পুলিশ, আরএমবি ও জিআরপি নিয়োজিত থাকবে।

এ ব্যাপারে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, যেসব রুটে যাত্রী বেশি সেসব রুটে বিশেষ ট্রেন, অতিরিক্ত কোচ দেয়া হবে। বেশি সংখ্যক কোচ মেরামত, সংস্কার করা সম্ভব হলে অধিক সংখ্যক স্পেশাল ট্রেন দেয়া হবে। বিদ্যমান প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ দেয়া হবে। ছাদে ওঠা বন্ধ করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর নজরদারি রাখবে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post