সাকিব ঝড়ে জিতল লিস্টারশায়ার

সাকিব ঝড়ে জিতল লিস্টারশায়ার

লন্ডন: ফ্রেন্ডস লাইফ টি২০’তে নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে ফিরতি লেগে ৭ উইকেটে জিতেছে লিস্টারশায়ার। এই জয়ে বড় অবদান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে তার হার না মানা ঝড়ো ইনিংসে ১৪ বল বাকি থাকতে দারুণ জয় পেয়েছে লিস্টারশায়ার।

বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে এক উইকেট দখল করেন সাকিব। ব্যাট করতে নেমে জশুয়া কবকে নিয়ে দারুণ এক জুটি গড়েন এই অলরাউন্ডার। ২১ বলে তিনটি করে চার ও ছয়ে ৪৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন সাকিব। অপর প্রান্তে ৬৭ রানের সেরা ইনিংস খেলে টিকে ছিলেন তার ঢাকা গ্ল্যাডিয়েটরস সতীর্থ কব।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল লিস্টারশায়ার। স্যামিট প্যাটেলের (৫০) ফিফটিতে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৫৮ রান করে নটিংহ্যাম্পশায়ার। ৬ ম্যাচে এটি দ্বিতীয় জয় লিস্টারশায়ারের।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post