বলিউডে যেকোনো উৎসবের তুলনায় ঈদের উদ্যাপন অনেক বেশি জাঁকজমকপূর্ণ। এর কারণটাও স্পষ্ট। বলিউডটাই যে 'খান'দের দখলে! অমিতাভ বচ্চন যতই শতাব্দীর সেরা ভারতীয় অভিনেতা হন না কেন, এখনো বহির্বিশ্বে বলিউড মানেই খান- আমির, সালমান কিংবা শাহরুখের নামেই সবাই এখন বলিউডকে চেনে। ফলে ভক্ত তো বটেই, অন্যদেরও আগ্রহ থাকে এই খানরা কিভাবে ঈদ করছেন তা জানার জন্য। আমির খানের জন্য এ বছরের ঈদ খুব একটা ব্যতিক্রম নয়। বরাবরই ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদ্যাপন করেন আমির। হাতেগোনা কয়েকজন বন্ধু কিংবা একেবারে পরিচিতজন ছাড়া ঈদে কারো সামনে উপস্থিত হন না আমির। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই ঘরে যে প্রবেশ করেন, তাঁর চেহারা আর খুব একটা দেখার সুযোগ কেউ পান না। এর মধ্যে গত বছর তিনি ঈদ করেছেন যুক্তরাষ্ট্রে। 'ধুম থ্রি' ছবির শুটিং চলছে শিকাগোতে। এ বছরও হয়তো ঈদের আগে আগে সেখানেই যাবেন মি. পারফেকশনিস্ট। তবে এখনো যুক্তরাষ্ট্র অভিমুখে যাত্রা করেননি তিনি। যেহেতু নিজে সব কাজই চুপিসারে সারতে পছন্দ করেন, তাই এখনই বলা যাচ্ছে না ঈদ তিনি কোথায় করবেন। তবে যেখানেই ঈদ করুন না কেন, আমিরের ঈদ মানে একান্ত পরিবার নিয়ে সময় কাটানো। স্ত্রী-সন্তান আর ভাগ্নে ইমরানকে নিয়েই উদ্যাপন হয় আমিরের ঈদ। প্রতিবছর ঈদ মানে সালমান খান। অন্তত গত কয়েক বছর এই কথাই প্রতিষ্ঠিত করেছেন সাল্লু ভাইজান। 'ওয়ান্টেড', 'দাবাঙ', 'রেডি', 'এক থা টাইগার'- একের পর এক রেকর্ড ভাঙা ছবি উপহার দিয়েছেন সাল্লু। এমনিতে ছুটিছাটায় দেশের বাইরে থাকলেও পরিবারের বড় ছেলে হিসেবে বেশ দায়িত্ববান সালমান খান। আর সে কারণেই প্রতিবছরই তিনি ঈদ করেন পরিবারের সদস্যদের সঙ্গে। বাবা সেলিম খানের কড়া হুকুম- যত যা-ই হোক, ঈদ মানেই পরিবারের সঙ্গে থাকা। সকালে বাড়ির সামনে মসজিদে নামাজ পড়ার পর থেকে সে কথা অক্ষরে অক্ষরে পালন করেন তাঁর তিন ছেলে- সালমান, আরবাজ ও সোহেল। বন্ধুবৎসল হিসেবে সালমানের খ্যাতি আছে আর খ্যাতি আছে ঈদের দিন তাঁদের বাড়িতে রান্না হওয়া বিরিয়ানির। ফলে ঈদের দিন সকাল থেকেই সালমানদের বাড়িতে বন্ধু বা বলিউডের তারকাদের ভিড় লেগেই থাকে। এ বছরও তার ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই বললেই চলে। তবে এ বছর সালমানের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যোগ হচ্ছে একটি নাম আর তা হলো, ভাইজানের নতুন বান্ধবী লুলিয়া ভান্তুর। রুমানিয়ার এই টেলিভিশন উপস্থাপক বেশ কয়েক দিন ধরেই সালমানের হৃদয়ে অবস্থান করছেন। আর সে কারণেই এ বছরের ঈদে তিনি অতিথি হয়ে থাকছেন সালমানদের 'খান মঞ্জিল'-এ। এর আগে বেশির ভাগ ঈদ দুবাইতে করলেও এ বছরটা শাহরুখ খান ঈদ করবেন মুম্বাইতেই। কারণ এ বছর ঈদ তাঁর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। এ বছর ঈদে মুক্তি পাচ্ছে শাহরুখের 'চেন্নাই এক্সপ্রেস' এবং তা একেবারেই প্রতিদ্বন্দ্বী ছাড়া। প্রথমে এই ছবিটির সঙ্গে অক্ষয় কুমারের 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা' মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সে ছবিটির প্রযোজকরা মুক্তির দিন এক সপ্তাহ পিছিয়ে দিলে ঈদ হয়ে উঠছে এককভাবে শাহরুখের। রোজা রেখেই নিয়মিত ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন 'বাদশা' খান। তা ছাড়া মাত্র কয়েক দিন আগেই শাহরুখের ঘরে জন্ম নিয়েছে তাঁর তৃতীয় সন্তান ছেলে আবরাম। ফলে নতুন সন্তানকে নিয়ে ঈদ করার আনন্দটাও শাহরুখের কাছে অনেক বড় হয়ে উঠছে। প্রতিবছরই ঈদের সময়ে সন্তানদের জন্য সেরা কিছু দেওয়ার জন্য উদগ্রীব থাকেন শাহরুখ। তাই ২৭ মে জন্ম নেওয়া আড়াই মাস বয়সী আবরামের প্রথম ঈদটি সেভাবেই উদ্যাপান করবেন বাবা শাহরুখ। নতুন এই অতিথির প্রথম ঈদটি বাবা শাহরুখের জন্য দারুণ এক ঈদ হয়ে থাকবে, তা নিঃসন্দেহেই বলা যায়। বলিউডের আরেক খান সাইফ আলী। এ বছরে তাঁর ঘরেও রয়েছে নতুন অতিথি স্ত্রী কারিনা কাপুর খান। পাঁচ বছর প্রেম করার পর গত বছরের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ ও কারিনা। যদিও একসঙ্গে থাকার সুবাদে এর আগেও তাঁরা একসঙ্গে ঈদ করেছেন; কিন্তু এ বছরটি সে ক্ষেত্রে ভিন্ন। কারণ এ বছর স্বামী-স্ত্রী হিসেবে তাঁরা পালন করবেন তাঁদের প্রথম রোজার ঈদ। তবে ভারতে তাঁদের ঈদ করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় ঈদে ভারতে আসা হচ্ছে না পতৌদির নবাবের। কারিনাই বা বিবাহিত জীবনের প্রথম ঈদ কেন হাতছাড়া করবেন। তাই ৩০ জুলাই তিনি চলে গেছেন সেখানে। উদ্দেশ্য অবশ্য শুধু ঈদ নয়, ঈদের কয়েক দিন পরই ১৬ আগস্ট সাইফের ৪৩তম জন্মদিন। তাই ঈদের পর সাইফের জন্মদিনটাও একান্তে পালন করে আসবেন কারিনা। |
পোষ্ট বিভাগঃ
World News
বিস্তারিত পড়ুন